আজ রবিবার | ২৫ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২৬ জিলকদ ১৪৪৬ | দুপুর ১২:৪২

বন্দরে মুক্তিযোদ্ধা সংসদের নামে জমি জবর দলের অভিযোগ

ডান্ডিবার্তা | ২৪ মে, ২০২৫ | ৭:০৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে আওয়ামী লীগ নেতা ও ওসমান পরিবারের ঘনিষ্ঠ দোসররা প্রভাব খাটিয়ে বছরের পর বছর অন্যের সম্পত্তি জবরদখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এমনকি দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক অন্যের ক্রয়কৃত জমির ওপর মুক্তিযোদ্ধা সংসদের নাম ব্যাবহার করে পাকা স্থাপনা নির্মানের মাধ্যমে সম্পত্তি জবরদখল করে প্রকৃত জমির মালিকদের হুমকি ও দাপুট দেখিয়ে দখল করে রাখে বলে জমির মালিকের দাবি। বন্দর বাজার সংলগ্ন ৪০ শতাংশ জমির মালিক মৃত: ফজলে আলীর ছেলে মো: মজিবুর রহমান জানান, তিনি ওয়ারিশদের পক্ষে গত বৃহস্পতিবার সরকারের বিভিন্ন দফতরে লিখিত আবেদন করেনছেন তার সম্পত্তি ফিরে পাওয়ার জন্য। আবেদনে অভিযোগ করা হয় বন্দর বাজারে গঙাকুল মৌজায় ৫৪ শতাংশ জমির জোতসুত্রে মালিক মিরাশ রাম কানাই সাহা। পরবর্তীতে তাদের ওয়ারিশ যতীন্দ্র নাথ পোদ্দার ও অনন্ত কুমার পোদ্দার এর পক্ষে নারায়ণগঞ্জ মুনসেফি আদালত ১৯৭৮ সালের ৩১ জুলাই ৪০ শতাংশ জমি সাফ কবলা রেজিষ্ট্রিকৃত দলিল নং ৬১৬৩ মুলে মৃত: ফজলে আলী কে বুঝিয়ে দেন। ক্রয়সুত্রে তিনি মালিক হয়ে যথারীতি সরকারের খাজনা আদায় ও নামজারি করেন এবং ভোগ আসছিলেন। কিন্তু বন্দর উইলসন রোড কাজী বাড়ীর আওয়ামী লীগ ও ওসমান পরিবারের ঘনিষ্ঠ দোসর নাসির উদ্দীন কাজীর প্রত্যক্ষ মদদে তার ভাই ছাত্তার কাজী কুট কৌশলে হেম চন্দ্র পোদ্দার নামে অজ্ঞাত ব্যাক্তির নাম ব্যাবহার করে জাল দলিল সৃজন করার মাধ্যমে ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করে। এমনকি আদালতে মোকদ্দমা করে। কিন্তু আদালতে মিথ্যা প্রতীয়মান হওয়ায় কতিপয় হেম চন্দ্র পোদ্দার কে আদালতে হাজির করার জন্য জাতীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি হয়। দীর্ঘ এক যুগের বেশি সময়ের মধ্যেও তাকে হাজির করতে পারেনি। তাদের কোনো বৈধ দলিলপত্র না থাকায় পরে দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক তাদের জমির ওপর মুক্তিযোদ্ধা সংসদের নাম ব্যাবহার করে কিছু অংশে পাকা স্থাপনা নির্মান করে কাজি নাসির উদ্দীন ও কাজি ছাত্তার। এ বিষয়ে কাজী সাত্তারের ছেলে কাজি মিরাজ খালেদ রাসেল বলেন, অনেক বছর আগে হেম চন্দ্র পোদ্দার তার বাবা মৃত: কাজী ছাত্তারকে রেজিষ্ট্রিকৃত পাওয়ার অব এটর্নি মুলে জমি বিক্রি করেন। এ বিষয় নিয়ে আদালতে মামলা হয়েছে। কাগজপত্র অসম্পূর্ণ থাকায় মিউটেশন করতে পারেননি। ৫ আগষ্টের পর জমির প্রকৃত মালিকরা জমি রক্ষার জন্য বিভিন্ন দফতরে অভিযোদ দাখিল করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ব্যপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, দুই পক্ষকে নোটিশ করেছি আজ শনিবার থানায় বসে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে এলাকায় শান্তি বজায় রাখার ব্যবস্থা করব।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা