
ডান্ডিবার্তা রিপোর্ট
শিবু মার্কেট এলাকার চিহ্নিত ভূমিদস্যু, চাঁদাবাজ, নানান অপকর্মের হোতা, পদহীন যুবদলের ক্যাডার রুবেল গংদের বিরুদ্ধে মার্কেট দখল করার ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাহমিনা হোসেন নামে এক নারী। লিখিত অভিযোগ তাহমিনা হোসেন উল্লেখ করেন, বিবাদী রুবেল ও ফারুক পিতাঃ-জয়নাল জয়নাল মিয়া (৬৫), পিতাঃ-অজ্ঞাত, সাং শিবু মার্কেট থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, ফতুল্লা থানাধীন শিবু মার্কেট ময়ূরী মার্কেট সংলগ্ন রানী মা প্লাজা নামক মার্কেট এর মালিক আমার চাচা শশুর নিয়াজুল ইসলাম খান। তাহার অবর্তমানে আমি এবং আমার স্বামী মার্কেট দেখাশুনা করি। গত ৫ আগষ্ট হাসিনা সরকার পদত্যাগের পর উক্ত বিবাদীরা বিএনপি দলীয় পরিচয় দিয়া আমাদের মার্কেটের সামনে থাকা অস্থায়ী দোকান জোর পূর্বক দখল করিয়া ভাড়াটিয়া দের হুমকি দিয়া চুক্তিনামা পরিবর্তন করিতে বলে। এক পর্যায়ে তাহারা জোর পূর্বক আমাদের অস্থায়ী ১২টি এবং স্থায়ী ২টি সর্বমোট ১৪টি দোকান দখল করিয়া নেয়। এছাড়া ও আমাদের মার্কেটের নিচে আন্ডার গ্রাউন্ডে থাকা ভাড়া দেয়া সুন্দরবন হোটেল টি জোর পূর্বক দখল করে ভাংচুর করতঃ ভাড়াটিয়াদের বাহির করিয়া তাহারা বিএনপি অফিস করে। উক্ত বিবাদীরা আমাদের মার্কেটের সামনের দোকানদার দের নিকট থেকে জোর করিয়া ভাড়া উত্তোলন করিয়া নেয়। তাহারা ভাড়া দিতে অস্বীকার করায় তাদের হুমকি দেয় যে ভাড়া না দিলে রাতের অন্ধকারে সব দোকান পোড়াইয়া ফেলিবে। এ ছাড়া বিবাদীরা হুমকি দেয় যে আমার চাচা বা আমার পরিবারের লোকজন মার্কেটের সামনে আসলে জীবনের তরে শেষ করিয়া ফেলিব। সর্বশেষ গত ২৭ অক্টোবর বিকালে মার্কেটের পরিস্থিতি দেখার জন্য গেলে উক্ত বিবাদীরা হুমকি দেয় যে পার্টি তাদের ক্ষমতায় মাকেটের্র সকল দোকানের ভাড়া তাহারা জোর পূর্বক তাহারা নিয়া নিবে। কেহ বাধা দিলে জীবনের তরে শেষ করে ফেলবে। বিবাদীদের হুমকিতে আমি সহ পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন তাহমিনা হোসেন। এ ব্যাপারে মুঠোফোনে রুবেল বলেন, ভাই সাক্ষাতের সময় দেন চা খাই আর কথা বলি। আপনি পেশাগত ছাড়াও এলাকার বড় ভাই। মানুষ প্রশ্ন করবো আমি বুঝিয়ে বলবো।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯