আজ রবিবার | ২৫ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২৬ জিলকদ ১৪৪৬ | সকাল ১০:১৬

ফতুল্লায় যুবদল নেতার বিরুদ্ধে মার্কেট দখল করার অভিযোগ!

ডান্ডিবার্তা | ২৪ মে, ২০২৫ | ৭:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
শিবু মার্কেট এলাকার চিহ্নিত ভূমিদস্যু, চাঁদাবাজ, নানান অপকর্মের হোতা, পদহীন যুবদলের ক্যাডার রুবেল গংদের বিরুদ্ধে মার্কেট দখল করার ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাহমিনা হোসেন নামে এক নারী। লিখিত অভিযোগ তাহমিনা হোসেন উল্লেখ করেন, বিবাদী রুবেল ও ফারুক পিতাঃ-জয়নাল  জয়নাল মিয়া (৬৫), পিতাঃ-অজ্ঞাত, সাং শিবু মার্কেট থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, ফতুল্লা থানাধীন শিবু মার্কেট ময়ূরী মার্কেট সংলগ্ন রানী মা প্লাজা নামক মার্কেট এর মালিক আমার চাচা শশুর নিয়াজুল ইসলাম খান। তাহার অবর্তমানে আমি এবং আমার স্বামী মার্কেট দেখাশুনা করি। গত ৫ আগষ্ট হাসিনা সরকার পদত্যাগের পর উক্ত বিবাদীরা বিএনপি দলীয় পরিচয় দিয়া আমাদের মার্কেটের সামনে থাকা অস্থায়ী দোকান জোর পূর্বক দখল করিয়া ভাড়াটিয়া দের হুমকি দিয়া চুক্তিনামা পরিবর্তন করিতে বলে। এক পর্যায়ে তাহারা জোর পূর্বক আমাদের অস্থায়ী ১২টি এবং স্থায়ী ২টি সর্বমোট ১৪টি দোকান দখল করিয়া নেয়। এছাড়া ও আমাদের মার্কেটের নিচে আন্ডার গ্রাউন্ডে থাকা ভাড়া দেয়া সুন্দরবন হোটেল টি জোর পূর্বক দখল করে ভাংচুর করতঃ ভাড়াটিয়াদের বাহির করিয়া তাহারা বিএনপি অফিস করে। উক্ত বিবাদীরা আমাদের মার্কেটের সামনের দোকানদার দের নিকট থেকে জোর করিয়া ভাড়া উত্তোলন করিয়া নেয়। তাহারা ভাড়া দিতে অস্বীকার করায় তাদের হুমকি দেয় যে ভাড়া না দিলে রাতের অন্ধকারে সব দোকান পোড়াইয়া ফেলিবে। এ ছাড়া বিবাদীরা হুমকি দেয় যে আমার চাচা বা আমার পরিবারের লোকজন মার্কেটের সামনে আসলে জীবনের তরে শেষ করিয়া ফেলিব। সর্বশেষ গত ২৭ অক্টোবর বিকালে মার্কেটের পরিস্থিতি দেখার জন্য গেলে উক্ত বিবাদীরা হুমকি দেয় যে পার্টি তাদের ক্ষমতায় মাকেটের্র সকল দোকানের ভাড়া তাহারা জোর পূর্বক তাহারা নিয়া নিবে। কেহ বাধা দিলে জীবনের তরে শেষ করে ফেলবে। বিবাদীদের হুমকিতে আমি সহ পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন তাহমিনা হোসেন। এ ব্যাপারে মুঠোফোনে রুবেল বলেন, ভাই সাক্ষাতের সময় দেন চা খাই আর কথা বলি। আপনি পেশাগত ছাড়াও এলাকার বড় ভাই। মানুষ প্রশ্ন করবো আমি বুঝিয়ে বলবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা