আজ রবিবার | ২৫ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২৬ জিলকদ ১৪৪৬ | সকাল ৭:০৯

ফতুল্লায় জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির বিক্ষোভ

ডান্ডিবার্তা | ২৪ মে, ২০২৫ | ৭:১২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দ্রæততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবীতে ফতুল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন নিয়ে কোন ধরনের তালবাহানা মেনে নিবে বলে কঠোর হুশিয়ারী দিয়েছে বিএনপির নেতৃবৃন্দরা। গতকাল শুক্রবার বিকালে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ফতুল্লার পোস্ট অফিস থেকে বের করে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতনের সড়কের পঞ্চবটি হয়ে পূনরায় ফতুল্লার পুরাতন গরুর হাটের সামনে গিয়ে মিছিলটি শেষ করে। পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন, দুইদিনের রাজনীতিতে জন্ম নিয়ে আজকে তারা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কটুক্তি করছে। সৈরাচার হাসিনা সরকার দেশের সকল সেক্টরকে ধ্বংস করে দিয়েছিল। তাই নির্বাচনের আগে সংস্কারের জন্য আমরা দিতে চেয়েছিলাম। এখন আমরা জানতে পাই বর্তমান সরকারের কতিপয় উপদেষ্টারা লম্বা লম্বা কথা বলে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই শহিদ জিয়াউর রহমানের দল বিএনপি বানের জ্বলে ভেসে আসেনি। বিএনপি যদি একবার চিন্তা করে দাবি আদায়ের জন্য যমুনাতে অবস্থান নিবে তখন যমুনা থেকে একটা লোকও বের হতে পারবে না। বিএনপির সেই ক্ষমতা রাখে। তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ ১৭ বছর ভোট দিতে পারেনি। ভোটের অধিকার আদায়ের জন্য জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে এবং শরীরের রক্ত জড়িয়েছে। নির্বাচন নিয়ে কোন তালবাহানা না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। তার বাহিরে কোন চিন্তা ভাবনা করলে বাংলার জনগণ তা কিছুতেই মেনে নিবে না। ডিসেম্বরে নিবর্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করতে হবে। নতুবা বিএনপির লোকজন নির্বাচনের জন্য রাস্তায় নেমেছে। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে নির্বাচন দিতে বাধা করা হবে। এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি নেতা আনিসুর রহমান, ফতুল্লা থানা বিষয় ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিক, সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাবু, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব আল-আমীন,ফতুল্লা থানা তাতীদল সভাপতি ইউনুস মাস্টার, সাধারণ সম্পাদক হানিমুন রশিদ ইমন, আরিফ প্রধান প্রমুখ।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা