আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সকাল ৭:১১

গণহত্যার বিচার ও দ্রæত নির্বাচন চায় জনগণ: ভিপি নুর

ডান্ডিবার্তা | ২৪ মে, ২০২৫ | ৭:৩৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামীলীগের গনহত্যার বিচার ও দ্রæত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার আহŸান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল-সাওঘাট এলাকায় গণঅধিকার পরিষদের আয়োজনে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় নুর আরও বলেন, ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ সৈরাচার বিরোধী আন্দোলন ও ২০২৪ এর গণঅভ্যুত্থানে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের রক্তের বিনিময়ে এ দেশটা শোষনমুক্ত ছিল। কিন্তু বিগত ১৬ বছর আওয়ামিলীগ ৭১ এর চেতনা বিক্রি করে দেশটাকে তার বাবা সম্পদ মনেকরে লুটেপুটে খেয়েছে। তাই ২৪ এর গণঅভ্যুত্থানে এদেশের ছাত্র-জনতা এককাতারে দাড়িয়ে নিজের বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে পছন্দের দলকে নির্বাচিত করে আগামীর বাংলাদেশ গড়বে। এতে সকলের সহযোগীতা প্রয়োজন। অনুষ্ঠানের প্রধান বক্তা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, নারায়ণগঞ্জের মানুষ তাজা রক্ত দিয়ে এখান থেকে আওয়ামীলীগকে উৎখাত করেছে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহŸান করেন তিনি। সমাবেশে নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, সহ সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কী প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা