আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সকাল ৯:৪১

তারুণ্যের সমাবেশ সফল করতে জেলা স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতিমূলক সভা

ডান্ডিবার্তা | ২৬ মে, ২০২৫ | ১২:৪২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
‘‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’’ এই ¯েøাগানকে ধারণ করে আগামী ২৭মে আয়োজিত হতে যাচ্ছে ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা, অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ২৮ মে ঢাকায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেন, “এই দেশ তরুণদের। তাই তরুণদের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তন সম্ভব। বর্তমান প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আগামী ২৮ মে’র কর্মসূচি তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সূচনা হতে পারে।” তিনি আরও বলেন, “আমরা রাজনৈতিক অধিকার হরণকারী, যুবসমাজকে বেকারত্বে ঠেলে দেওয়া শক্তির বিরুদ্ধে লড়াই করছি। তরুণদের অধিকার আদায়ের এ যাত্রায় স্বেচ্ছাসেবকদলের প্রত্যেকটি নেতা-কর্মীকে নিষ্ঠার সঙ্গে ভূমিকা রাখতে হবে।” সভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা। বক্তারা আগামী কর্মসূচিগুলোকে সফল করতে মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সালাউদ্দিন সালুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাজিব আহসান, প্রধান বক্তা সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, বিশেষ অতিথি (ঢাকা বিভাগীয় টীম প্রধান) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সভাপতি এম.জি মাসুম রাসেল, বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- দপ্তর সম্পাদক মো. ওসমান গনি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহŸায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহŸায়ক শাহ্ আলম ভূঁইয়া, ইলিয়াস ভূঁইয়া, রুবেল হোসাইন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক জাকির হোসেন রবিন, সদস্য সচিব রাসেল মাহমুদ, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী, তারাব পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আলতাফ হোসেন, কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক বাবুল হোসেন, আড়াইহাজার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মাসুদ রানা, সদস্য সচিব আমিনুল ইসলাম সুমন, গোপালদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক লিয়াকত হোসেন, সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক ফারুক হোসেনসহ জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা