আজ বৃহস্পতিবার | ২৯ মে ২০২৫ | ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ১ জিলহজ ১৪৪৬ | রাত ৪:১৮

বন্দরের কামতাল ডাকসমাজ কবরস্থান নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন

ডান্ডিবার্তা | ২৭ মে, ২০২৫ | ৭:৩০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল সোমবার সকাল ১১টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কামতাল ডাকসমাজ কবরস্থান নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সদর ও বন্দর আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন উক্ত নতুন ভবনের উদ্বোধন করেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, ‘মাদ্রাসা পরিচালনা করা খুবই কষ্টের বিষয়। সকলে মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন ও সহায়তা করবেন। আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন এবং মাদ্রাসার সার্বিক খোঁজ খবর রাখবেন। আমিও সর্বাত্মকভাবে সহায়তা করবো। ধর্মীয় প্রতিষ্ঠানের যে কোন কল্যাণে আমি পাশে আছি ও থাকবো ইনশাআল্লাহ’। এসময় অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুস সাত্তারের সঞ্চালনায় ও সার্বিক আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ধামগড় ইউপি’র ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার নবীর হোসেন, আমন্ত্রিত অতিথি হিসেবে ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার জামাল উদ্দিন, সমাজসেবক মোহাম্মদ আলী, হাজী আলাউদ্দিন, বিল্লাল সরদার, নূরুল হক, মাওলানা আজিজুল ইসলাম ও হাফেজ আক্কেল আলী উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা, অত্র মাদ্রাসার শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা