আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সকাল ১০:৩৬

আমরা প্রযুক্তির দিকে এগুলে সফল হতে পারব: ডিসি

ডান্ডিবার্তা | ২৭ মে, ২০২৫ | ৭:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে। গতকাল সোমবার নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ উপলক্ষে আয়োজিত সেমিনার ও প্রকল্প প্রদর্শনীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা বিশেষভাবে প্রশংসিত হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মশিউর রহমান, প্রিপারেটরি স্কুলের অধ্যক্ষ ডক্টর ফজলুল হক রুমন রেজা, এবং জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাসফাকুর রহমান। এছাড়া, স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্কুলের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের বিদ্যুৎ ত্রæটি সংকেত এবং নকল ঔষধ নির্ণয় আবিষ্কারের ভূয়সী প্রশংসা করেন। তাঁর বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আমরা যদি টেকনোলজিকে ব্যবহার করতে জানি, তাহলে আমরা সাফল্যমÐিত হতে পারব। আমরা জানি যে এই পৃথিবীতে যারা এই বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে, এমন দেশ আছে যাদের হয়তো নিজেদের দেশের অবস্থানও নেই, তাদের জায়গাও খুব অল্প। তারা কেবলমাত্র এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করে সারা বিশ্বকে দাপট দেখিয়ে বেড়াচ্ছে।” তিনি আরও বলেন, “আমাদের এত জনসংখ্যা, এত বড় দেশ হওয়া সত্তে¡ও আমরা কিন্তু আমাদের সেই দাপট দেখাতে পারছি না বিজ্ঞান ও প্রযুক্তিতে। তাই আমাদের সকলকেই এই প্রযুক্তিগত জ্ঞান সংগ্রহ করতে হবে। আমরা এই বিজ্ঞানকে যদি জয় করতে পারি, তাহলে বিশ্বকে জয় করতে পারব এবং এই বাংলাদেশকে বিশ্বের কাছে উঁচু করে দাঁড় করাতে পারব।” এই আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে এবং নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা