
ডান্ডিবার্তা রিপোর্ট
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে। গতকাল সোমবার নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ উপলক্ষে আয়োজিত সেমিনার ও প্রকল্প প্রদর্শনীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা বিশেষভাবে প্রশংসিত হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মশিউর রহমান, প্রিপারেটরি স্কুলের অধ্যক্ষ ডক্টর ফজলুল হক রুমন রেজা, এবং জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাসফাকুর রহমান। এছাড়া, স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্কুলের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের বিদ্যুৎ ত্রæটি সংকেত এবং নকল ঔষধ নির্ণয় আবিষ্কারের ভূয়সী প্রশংসা করেন। তাঁর বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আমরা যদি টেকনোলজিকে ব্যবহার করতে জানি, তাহলে আমরা সাফল্যমÐিত হতে পারব। আমরা জানি যে এই পৃথিবীতে যারা এই বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে, এমন দেশ আছে যাদের হয়তো নিজেদের দেশের অবস্থানও নেই, তাদের জায়গাও খুব অল্প। তারা কেবলমাত্র এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করে সারা বিশ্বকে দাপট দেখিয়ে বেড়াচ্ছে।” তিনি আরও বলেন, “আমাদের এত জনসংখ্যা, এত বড় দেশ হওয়া সত্তে¡ও আমরা কিন্তু আমাদের সেই দাপট দেখাতে পারছি না বিজ্ঞান ও প্রযুক্তিতে। তাই আমাদের সকলকেই এই প্রযুক্তিগত জ্ঞান সংগ্রহ করতে হবে। আমরা এই বিজ্ঞানকে যদি জয় করতে পারি, তাহলে বিশ্বকে জয় করতে পারব এবং এই বাংলাদেশকে বিশ্বের কাছে উঁচু করে দাঁড় করাতে পারব।” এই আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে এবং নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯