আজ বৃহস্পতিবার | ২৯ মে ২০২৫ | ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ১ জিলহজ ১৪৪৬ | রাত ২:৩৭

ভুতুড়ে বিদ্যুৎ বিল জনগণ মানবেনা: তরিকুল সুজন

ডান্ডিবার্তা | ২৭ মে, ২০২৫ | ৭:৩৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল সোমবার গণসংহতি আন্দোলনের প্রতিনিধিদল কিল্লারপুলস্থ নারায়ণগঞ্জ বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী নাঈম হাসান মাহমুদ এর দেখা করেন। নেতৃবৃন্দ গত এপ্রিল মাসের অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণ ও তার সমাধানের লক্ষ্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহŸান জানান। গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন কর্তব্যরত ডিপিডিসি নারায়ণগঞ্জ নির্বাহী প্রকৌশলী নাঈম হাসান মাহমুদের নিকট গত মার্চ এবং এপ্রিলের কয়েকটি বিদ্যুৎ বিল দেখান এবং উভয় বিলের মধ্যে অস্বাভাবিক ইউনিট বৃদ্ধির দিকে প্রকৌশলীকে অবগত করেন। যেখানে গত মাসের বিল ৪৩২ টাকা এবং বর্তমানের রশিদের বিল ১২৪০ টাকা। এর কারণ জানতে চাইলে কর্তব্যরত কর্মকর্তা কোনো যৌক্তিক উত্তর দিতে পারেনি। তরিকুল সুজন বলেন, দিনে দিনে এই বর্ধিত মূল্য নারায়ণগঞ্জবাসীর জন্য ভয়াবহ চাপ তৈরি করে। নারায়ণগঞ্জ একটি শ্রমিক অধ্যুষিত অঞ্চল। শ্রমের বিনিময়ে উপার্জিত অর্থ অদৃশ্য কারণেই জনগনের কাছ থেকে ছিনতাই হয় রাষ্ট্রীয় উদ্যোগে। এমন ডাকাতির শিকার আমরা আওয়ামী আমলেও প্রতিনিয়ত হয়েছি। কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই অর্থনৈতিক নিপীড়ন জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণের পরিপন্থি। আমরা স্পষ্ট বলছি, বিদ্যুৎ বিলের নামে জনগনের অর্থ ছিনতাই বন্ধ করতে হবে। সুষ্ঠু-ন্যায্য অর্থের বিনিময়ে পরিসেবা নিশ্চিত করতে হবে। নারায়ণগঞ্জবাসীকে তার এই অর্থনৈতিক নিপীড়ন থেকে মুক্তির জন্য সংঠিত হবার আহবান জানাই। লড়াইই মুক্তির পথ। প্রতিনিধি দলে ছিলেন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রানি সরকার, জেলা কার্যকরী সদস্য আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা