আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | দুপুর ১২:৩৪

রূপগঞ্জে কথিত ছাত্রদল নেতার তান্ডব

ডান্ডিবার্তা | ২৮ মে, ২০২৫ | ৮:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জে মাদক সংক্রান্ত প্রকাশিত সংবাদের বিরুদ্ধে কথিত ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু’র প্রতিবাদ সভায় উপস্থিত না থাকায় ইয়ামিন মোল্লা (২৩) নামে এক গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে জখম করে রাসেল ফকির ও তার সন্ত্রাসী বাহিনী। গত রোববার বিকেলে গোলাকান্দাইল এনজেড” টেক্সটাইল মিলের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় দায়ের করা অভিযোগ তুলে নিতে গত সোমবার দুপুরে ভুক্তভোগী পরিবারকে অবরুদ্ধ করে ভাংচুর, লুটপাট চালায় সন্ত্রাসীরা। এলাকাবাসী সূত্রে জানাগেছে, রুপগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী স্থানীয় মাদক কারবারি মো. জাহিদুল ইসলাম বাবু’র বিরুদ্ধে মাদক কারবারি সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। এ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে কথিত ছাত্রদল নেতা বাবু’র অনুসারীরা গত শনিবার ঢাকা-সিলেট মহাসড়কে গোলাকান্দাইল বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছিল। এ প্রতিবাদ সভায় গোলাকান্দাইল গ্রামের ইয়াসিন মোল্লা’র ছেলে ইয়ামিনকে লোকজন নিয়ে উপস্থিত থাকতে বলেন একই এলাকার নাসু ফকিরের ছেলে রাসেল ফকির। সাংবাদিকদের বিরুদ্ধে কথিত ছাত্রদল নেতার বাবু’র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত না থাকায় গত রোববার বিকেলে স্থানীয় সন্ত্রাসী রাসেল ফকিরের নেতৃত্বে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী চাকু, চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে গার্মেন্টস শ্রমিক ইয়ামিনকে একা পেয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে। পরে ইয়ামিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী উপজেলা হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আহত ইয়ামিনের বড় ভাই জুয়েল মোল্লা বাদী হয়ে রাসেল ফকির, লোহান ফকির,বাদল ফকির, আরিফুল, সজিব, ফাহিম ও রিফাতকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। দায়েরকৃত অভিযোগ তুলে নিতে গত সোমবার দুপুরে রাসেল ফকিরের নেতৃত্বে একদেড় শত সন্ত্রাসী নিয়ে ভুক্তভোগী পরিবারের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের বাঁধা দেয়ায় সন্ত্রাসীরা আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করেছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, সিসি ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করে অবশ্যই আইনের আওতায় আনা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা