আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সকাল ৯:২৮

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডান্ডিবার্তা | ২৯ মে, ২০২৫ | ৯:৪২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁয়ে পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার কাচঁপুরের বেহাকৈর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- বেহাকৈর নয়াপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে হাবিবুর (৮) ও একই এলাকার হানিফর ছেলে জুনায়েদ (৬)। জানা গেছে, বাড়ির পাশে ফুটবল খেলার সময় তাদের ফুটবল পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। সেই বল পানি থেকে তুলতে প্রথমে জুনায়েদ পুকুরে নামে, তবে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। পরে তাকে বাঁচাতে গেলে হাবিবুরও পানিতে ডুবে যায়। পরে দুইজনের মরদেহ পুকুরে ভেসে উঠলে বাড়ির পাশের এক নারী উভয়ের পরিবারকে বিষয়টি জানান। এরপর পরিবারের সদস্যরা ও আশপাশের লোকজন শিশুদের উদ্ধার করে কাঁচপুরের মর্ডান হাসপাতাল নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি দেখে অন্য হাসপাতালের নেওয়ার পরামর্শ দেয় চিকিৎসক। পরে সেখান থেকে মদনপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক রাশেদুল হাসান খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা