
ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁ আংশিক এলাকা নিয়ে নতুন আসন হতে যাচ্ছে-এমন বার্তা ইঙ্গিতে দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন সোনারগাঁও মাটিতে প্রার্থী হওয়ার ঘোষণাতে। অন্যদিকে রূপগঞ্জকে দুইটি আসন হলেও প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান দীপু ভূইয়া। নেতাদের প্রার্থীতা হওয়া নিয়ে ইতোমধ্যে বিএনপি নেতারা হিসেব নিকেশ শুরু করে দিয়েছেন। সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার ভুলতা, গোলাকান্দাইল ইউনিয়ন, আড়াইহাজার উপজেলার দুপ্তারা ও ব্রাহ্মন্দী ইউনিয়ন ও সোনারগাঁ উপজেলার কাঁচপুর, সাদিপুর ও জামপুর ইউনিয়ন বেশ কয়েকটি এলাকা নিয়ে গঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ-৬ আসন। নির্বাচন কমিশনও বিষয়টি নিয়ে ভাবছে বলে জানা গেছে। প্রায় সাতটি ইউনিয়ন এলাকা জুড়ে নারায়ণগঞ্জের নতুন সংসদীয় আসন গঠনের বিষয়টি আলোচনায় এসেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এ আসনের ব্যাপারে আলোচনা উঠেছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কারের অংশ হিসেবে জাতীয় সংসদের আসনগুলোর নতুন করে সীমানা নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও সংস্কার প্রস্তাবে আসন সংখ্যা বৃদ্ধির দাবীও জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। সেই সাথে স্থানীয় জনগোষ্ঠীর দাবীর পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছে নির্বাচন কমিশন। নতুন আসন নিয়ে মুখ খুলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। দলীয় একটি সভায় তিনি বলেছেন, নারায়ণগঞ্জে যদি নির্বাচনী আসন বাড়ে আর তাতে যদি রূপগঞ্জের কোন অংশ যুক্ত হয় আমি দুই আসনে নির্বাচন করবো। রূপগঞ্জবাসীকে আমি কোনভাবে অবহেলিত হতে দিবোনা। যারা ইতোমধ্যে হামলা মামলার শিকার হয়েছেন জেল জুলুমের শিকার হয়েছেন আমি তাদের সকলকে চিনি। তাদের বাবা মাকেও চিনি তাদের বাড়িও আমি চিনি। আমি দূরের কেউ না, আমি রাজপথের ছেলে। যারা পাঁচ আগষ্টের আগে রাজপথে ছিলেন তারা হতাশ হয়েন না। আমি দিপু ভূঁইয়া বেঁচে থাকলে আপনাদের আশা আমি পূরণ করবো। রূপগঞ্জ উপজেলা আসনটি দলীয় মনোনয়ন পেয়েছেন পূর্বে কেন্দ্রীয় বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান। এবার নতুন মাত্রায় তরুণ নেতা হিসেবে আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু দলীয় প্রার্থী হওয়ার নিয়ে চারিদিকে আলোচনা শুরু হয়েছে। সোনারগাঁ আসন থেকে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিনকে প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা। তাদের এই দাবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। গত ২৪ মে সোনারগাঁ পৌরসভার ঐতিহাসিক পানাম নগরের একটি পিকনিক স্পটে এমন জানা যায়। নেতাকর্মীদের আহবান নিয়ে গিয়াসউদ্দিন বলেন, আপনাদের ভালোবাসা আন্তরিকতা ও অনুরোধ আমাকে আপ্লæত করেছে। আমি এই আহবানকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি। তবে সময়মতো দলীয় সিদ্ধান্ত অনুযায়ী করণীয় নির্ধারণ করা হবে। সোনারগাঁয়ের জনগণ সব সময়ই আমার রাজনীতির প্রেরণা। আমি জনগণের জন্য রাজনীতি করি, তাদের কল্যাণই আমার মূল লক্ষ্য। আপনারা আমার নির্বাচনী এলাকা ছাড়িয়ে সোনারগাঁ থেকে আমাকে নির্বাচন করতে দেখতে চান-এটি আমার প্রতি আপনাদের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। এই আন্তরিক আহবানের জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই আসনে এরই মধ্যে সাবেক এমপি অধ্যাপক রেজাউল করিম ও আজহারুল ইসলাম মান্নান দলীয় মনোনয়ন নিয়ে তোড়জোড় রয়েছেন আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে। রেজাউল করিম বয়স্ক হওয়ায় মুহাম্মদ গিয়াসউদ্দিনকে নিয়ে মাঠে নামছে চান তার সমর্থকরা।
ই-
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯