আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | বিকাল ৪:৪০

না’গঞ্জকে বাসযোগ্য করতে চাই

ডান্ডিবার্তা | ৩০ মে, ২০২৫ | ১২:১০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জকে মাদক, যানজট ও দূষণমুক্ত বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণী-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন জেলার নাগরিক সমাজের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরির দেওভোগ এলাকায় নগর পার্ক লাউঞ্জে ড্যান্ডি ডেভেলপমেন্ট ফোরাম নামে সামাজিক সংগঠন আয়োজিত সেমিনারে বক্তারা এই আহবান জানান। “সামাজিকভাবে দায়িত্বশীল নেতৃত্ব, সুশাসন ও নগর উন্নয়ন” শীর্ষক সেমিনারে বক্তারা সামাজিক অবক্ষয় রোধে ও সম্পর্কের বন্ধন সুদৃঢ করতে সামাজিক দায়িত্ববোধ, শিষ্টাচার, সহনশীলতা ও সহমর্মিতা বজায় রাখার বিষয়ে বক্তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক সকল কাজে মেধাবীদের সম্পৃক্ত করার পরামর্শও দেন তারা। যুক্তরাজ্যভিত্তিক সংগঠনটির সভাপতি জানান, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে নিজস্ব অর্থায়নে বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষার্থীদের শিষ্টাচার শিক্ষা, স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা, বৃক্ষরোপন, নগর পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনা বৃদ্ধিতে নানা ধরণের সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। তাদের মূল লক্ষ্যই হচ্ছে মাদক, দূষণ ও যানজটমুক্ত পরিকল্পিত নগর গড়ে তোলার পাশাপাশি সমাজে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করা। সংগঠনের সভাপতি ও লন্ডনের নর্দাম্বারিয়া ইউনিভার্সিটির প্রফেসর ড. আলীয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় অংশ নেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান, বিকেএমইএ’র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, জেলা তথ্য অফিসার কামরুজ্জামান, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা এবং সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু সহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা