আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | দুপুর ১:২৫

রূপগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ে সভা অনুষ্ঠিত

ডান্ডিবার্তা | ৩০ মে, ২০২৫ | ১২:২৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, আরিফুল হক ভুঁইয়াসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও ছিনতাই রোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন ঈদুল আযহা উপলক্ষে উপজেলার ১৩টি গরুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বারোপ করা হয়। গরুবাহী যানবাহন নির্বিঘেœ চলাচল করতে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সড়ক ও মহাসড়কে অবস্থান করবে বলেও নিশ্চিত করেন। ভুলতাস্থ আল্লাহর দান আড়ত ও গোলাকান্দাইল হাটে এবার সর্বনিন্ম হাশলিতে কুরবানির পশু কেনাবেচা হবে বলে হাটের ইজারাদাররা জানিয়েছেন। সভা শেষে ইউএনও মো. সাইফুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল, আন্তরিক ও সচেতনভাবে দায়িত্ব পালনের আহŸান জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা