
ডান্ডিবার্তা রিপোর্ট
জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-এর বিভাগীয় পর্যায়ে নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। মোট ৭টি ইভেন্টের মধ্যে ৪টি ইভেন্টেই বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে এই কলেজের প্রতিভাবান শিক্ষার্থীরা, যা তাদের সাংস্কৃতিক মেধা ও কঠোর পরিশ্রমের ফল। গত বুধবার তেজগাঁও কলেজে অনুষ্ঠিত হয় এই বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর এ এস এম আমানুল্লাহ। তার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যেখানে বিভাগীয় পর্যায়ের সেরা প্রতিভারা নিজেদের উপস্থাপন করার সুযোগ পায়। নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের মধ্যে যারা এই প্রতিযোগিতায় নজর কেড়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন পুষ্পিতা সাহা। নৃত্যে তার অনবদ্য পরিবেশনা বিচারকদের মুগ্ধ করেছে এবং তিনি প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। তার এই সাফল্য কলেজের জন্য এক বিরাট অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়াও, রবীন্দ্র সংগীতে হুমাইয়া জাহান ছোঁয়া তার সুরেলা কণ্ঠে দ্বিতীয় স্থান অধিকার করেছেন, যা নারায়ণগঞ্জ কলেজের সাংস্কৃতিক অঙ্গনের সমৃদ্ধিকেই তুলে ধরে। লোকগীতিতে উজ্জ্বল রায় পার্থ তার অনন্য পরিবেশনার মাধ্যমে দ্বিতীয় স্থান অর্জন করে কলেজের জন্য আরও একটি সম্মান বয়ে এনেছেন। দলীয় পরিবেশনায়ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা পিছিয়ে ছিল না। সৃজনশীল দলীয় নৃত্যে পুষ্পিতা সাহা এবং তার দল তৃতীয় স্থান অধিকার করেছে, যা তাদের দলীয় সমন্বয় এবং সৃজনশীলতার পরিচয় বহন করে। শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে কলেজের শিক্ষকদের অনুপ্রেরণা, কঠোর অনুশীলন এবং শিক্ষার্থীদের একাগ্রতা বিশেষভাবে উল্লেখযোগ্য। জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় পুষ্পিতা সাহা এখন চূড়ান্ত পর্বের জন্য প্রস্তুতি শুরু করবেন। তার সাফল্য কলেজের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। নারায়ণগঞ্জ কলেজের এই সাফল্য কেবল তাদের নিজস্ব অর্জন নয়, এটি জেলার সাংস্কৃতিক অঙ্গনের জন্যও একটি ইতিবাচক বার্তা বয়ে এনেছে। এটি প্রমাণ করে যে, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, শিক্ষার্থীদের সুপ্ত সাংস্কৃতিক প্রতিভা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আশা করা হচ্ছে, জাতীয় পর্যায়েও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা তাদের এই সাফল্যের ধারা বজায় রাখতে পারবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯