আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | দুপুর ১২:২৫

নাসিকের অবহেলায় দুর্ভোগে নগরবাসী

ডান্ডিবার্তা | ৩১ মে, ২০২৫ | ১০:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দুই দিনের বৃষ্টিতে বিপন্ন হয়ে পড়েছে নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের এলাকায় পানিবন্দি মানুষের জীবনযাত্রা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া টানা ভারি বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে নারায়ণগঞ্জ শহরের প্রায় সব এলাকা। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত দুই দিনের থেমে থেমে প্রবল বর্ষণে শহরের প্রধান সড়ক বিবি রোডসহ আশপাশের অলিগলি ও মহল্লায় জমেছে হাঁট পানি। জলাবদ্ধতায় থমকে গেছে শহরের স্বাভাবিক জীবনযাত্রা। রাস্তায় বের হয়ে সবচেয়ে বিপাকে পড়েন শ্রমজীবী মানুষ ও সাধারণ নগরবাসী। মহল্লায় মহল্লায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতায় তৈরী হয়েছে কৃতিম বন্যা পরিস্থিতি। হাঁটু পানির কারণে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কে কোন যানবাহন চলতে পারছেনা। অধিকাংশ যানবাহন থেমে আছে। ইঞ্জিনে পানি ঢুকেছে। অটো রিক্সার চার্জ ফুরিয়েছে। বেশ বেকায়দায় পড়েছে মানুষজন। শুক্রবার বিকেলে শহরের চাষাঢ়া, দেওভোগ, বাবুরাইল, খানপুর, বাংলাবাজার, নিতাইগঞ্জ ঘুরে দেখা যায়, কোথাও রিকশা চলছে ঠেলেঠুলে, কোথাও আবার অটো রিকশা ও মোটরসাইকেল একেবারে অচল হয়ে পড়ে আছে। বিবি রোডের মতো শহরের প্রধান সড়কেও যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল পানি জমে থাকার কারণে। চাষাঢ়া মোড়ে দাঁড়িয়ে থাকা এক যাত্রী বলেন, বৃষ্টি কমে গেলেও রাস্তার পানি সরছেনা। ঘরে ফিরতে রিকশা পাচ্ছি না। পায়ে হেঁটে যেতে হচ্ছে পথে পথেই পানি। শুধু যানবাহন নয়, বহু বাসাবাড়িতে ঢুকে পড়েছে ড্রেনের ময়লা পানি। নিচতলার ঘরবাড়ি, দোকানপাটে উঠে এসেছে নোংরা পানি। অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল নিরাপত্তার কারণে। দেওভোগের বাসিন্দা ও রিকশাচালক সোহেল মিয়া বলেন, চার্জ শেষ, গ্যারেজও যেতে পারছি না। পানি ঢুকে গেছে ব্যাটারির ভিতরে। এখন ঠেলে নিয়ে যেতে হচ্ছে। এদিকে দুপুরের পর বৃষ্টির পানি কিছুটা থামলেও অনেক এলাকায় এখনও স্বাভাবিক হয়নি যান চলাচল। অনেককে আবার পলিথিন জড়িয়ে শরীর ঢেকে বৃষ্টির ভিতরেই বাসার পথে রওনা দিয়েছেন। গত দুইদিন যাবত চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে নগরবাসী। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) সূত্রে জানা গেছে, শহরের অধিকাংশ এলাকায় ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা ও অপরিকল্পিত নগরায়ণের কারণে প্রতি বছরই বর্ষাকালে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু বাস্তবে তার কোনো দীর্ঘমেয়াদী সমাধান এখনও দৃশ্যমান হয়নি। বর্তমানের এ সমস্যা দুর করতে শহর এলাকায় ৭ কিলোমিটার বর্জ্য ও পানি নিষ্কাশন ড্রেন নির্মানের কাজ চলছে। ইতিমধ্যে ৩ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। নাসিকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের ড্রেনগুলো অধিকাংশ জায়গায় বন্ধ হয়ে আছে। জনগণ নিজেরা ড্রেনে ময়লা ফেলে, সেটাও একটা বড় সমস্যা। তবে নতুন ড্রেন নির্মানের কাজ শেষ হলে শহরে আর জলাবদ্ধতা সৃষ্টি হবেনা। নারায়ণগঞ্জ সিটি করপোরেনের প্রশাসক এইচ এম কামরুজ্জামান নগরবাসীর দুর্ভোগের জন্য দু:খ প্রকাশ করে বলেন, আমরা চেষ্টা করছি দ্রæত ড্রেন নির্মানের কাজ শেষ করার। তবে কবে নাখাদ এ সমস্যার সমাধান হতে পারে কেউ কোন মত প্রকাশ করেননি। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনের কয়েকদিনেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নগরবাসীর দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা