
ডান্ডিবার্তা রিপোর্ট
সাবেক রাষ্ট্রপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন তিনি। তার মৃত্যু শুধু একটি রাজনৈতিক হত্যাকাÐ নয়- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে উচ্চারিত হয়, ‘আমি মেজর জিয়া বলছি…।’ এ ঘোষণায় দিকভ্রান্ত জাতিকে সাহস ও দিকনির্দেশনা দিয়েছিলেন তিনি। জিয়াউর রহমান ১৯৭৭ সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেন। তার ‘১৯ দফা কর্মসূচি’ ছিল আত্মনির্ভর বাংলাদেশের নীলনকশা। খাদ্য ঘাটতির নতুন এক দেশকে রপ্তানিমুখী কৃষিতে ধাবিত করেন তিনি। জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, এই দিনে আমরা একজন দূরদৃষ্টিসম্পন্ন, সাহসী রাষ্ট্রনায়ককে হারিয়েছি। তার বহুদলীয় গণতন্ত্র ও ১৯ দফা কর্মসূচি আজও প্রাসঙ্গিক। তরুণদের ঐক্যবদ্ধ করতে শহীদ জিয়ার আদর্শই পথ দেখায়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘এই দিন আমাদের পরিবার নয়, গোটা জাতির জন্যই বেদনার।’ তিনি বলেন, ‘এই দিনে শুধু আমাদের পরিবার নয়, গোটা জাতিই হয়ে উঠেছিল অভিভাবকহীন। যিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে পথ দেখিয়েছিলেন, সেই স্থানেই তিনি শহীদ হলেন। গণতন্ত্র, বিচার বিভাগ, সংবাদপত্রের স্বাধীনতা ও আত্মনির্ভরতা- এই সবকিছুর ভিত্তি গড়েছিলেন শহীদ জিয়া। তার রেখে যাওয়া আদর্শই আজ আমাদের গণতন্ত্র রক্ষার অনুপ্রেরণা।’ বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আজকের দিনে আধুনিক বিশ্বে এমন একজন সৎ ও নীতিবান নেতা বিরল। সেকেন্ড লেফটেন্যান্ট থেকে রাষ্ট্রপতি হলেন, কিন্তু নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট, বাড়ি বা গাড়ি রাখেননি। তার মতো সততার উদাহরণ রাষ্ট্রনায়কদের জন্য এক মাইলফলক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শহীদ জিয়ার জীবন, দর্শন ও কর্মসূচি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষাকবচ। তার স্বাধীনতার ঘোষণা জাতিকে এক মোহভঙ্গের মুহূর্তে অভয় দিয়েছিল। সিপাহী-জনতার মিলিত শক্তির প্রতিনিধি হয়ে তিনি ফিরিয়ে দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র। তার জনপ্রিয়তাই ছিল মৃত্যুর প্রধান কারণ। আশা করি, শহীদ জিয়ার দেখানো পথ ধরেই বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরবে।’
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯