আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সকাল ৯:৩২

শহরে সেনাবাহিনীর অভিযানে বাসে অতিরিক্ত ভাড়া আদায়কারী ৬জন গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ০২ জুন, ২০২৫ | ১০:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
শহরের চাষাঢ়া মোড়ের বিভিন্ন দূরপাল্লার বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। যাত্রী সাধারণের অভিযোগের প্রেক্ষিতে এই তৎপরতা চালানো হয়। সেনাবাহিনীর সদস্যরা জেলা প্রশাসনের সাথে একযোগে শহরের গুরুত্বপূর্ণ বাস কাউন্টারগুলোতে উপস্থিত হয়ে টিকিট মূল্য যাচাই করেন। অভিযানে দেখা যায়, বেশ কয়েকটি বাস কাউন্টারে অন্যান্য সময়ের ভাড়ার তুলনায় প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ বেশি আদায় করা হচ্ছিল। অভিযানের সময় কয়েকজন কাউন্টার কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং অতিরিক্ত ভাড়া ফেরত দিতে বাধ্য করা হয়। এরপর কাউন্টারে কর্মরত ৬ জনকে মোবাইল কোর্টের নিকট হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, “নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলা অন্যায়। আমরা নিয়মিত নজরদারি চালিয়ে যাব। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। অভিযান চলাকালে অনেক যাত্রী সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান। এক যাত্রী বলেন, “ঈদের সময় ভাড়া বাড়িয়ে নেয়া একপ্রকার দুঃসহ অভিজ্ঞতা। সরকার এবং সেনাবাহিনীর এই পদক্ষেপ আমাদের জন্য স্বস্তিদায়ক।” জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তারা জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা