
ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল রবিবার সকালে শাহাদাত বার্ষিকীর এই মিলাদ ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটে। মার্কেটের ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠানটি হয়। এই মার্কেটটি নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। এটি চাঁদাবাজি, দখলদারি এবং অপরাধীদের অভয়ারণ্য বলে এলাকায় পরিচিত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন গত ১৫ বছর মার্কেটটি শামীম ওসমানের ঘনিষ্ঠ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন ও তার বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। ৫ আগস্ট এর পর এটির নিয়ন্ত্রণ নেয় ইকবাল এবং তার ভগ্নিপতি মুক্তার হোসেনের নেতৃত্বে একটি গ্রæপ। ইয়াসিনের ঘনিষ্ঠ অনুগত শিপনসহ তাদের লোকজনও বর্তমান কমিটির সাথে রয়েছে। শাহাদাত বার্ষিকীর এ অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ প্রধান বক্তা হিসাবে এবং সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নাম বিশেষ অতিথি হিসেবে ব্যানারে থাকলেও তাঁরা কেউই অনুষ্ঠানে আসেননি। ব্যানারে অনুষ্ঠানের সভাপতি মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা যুবদলের কেন্দ্রীয় নেতা এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে পরিচয় উল্লেখ ছিল। মঞ্চের সামনে দুই শতাধিক চেয়ার থাকলেও সেগুলোর অধিকাংশতে বসার কোন লোক ছিল না। বহিষ্কৃত বিএনপি নেতা ইকবাল ও তার অনুগতরা ৫ আগস্টের পর এলাকায় মূর্তিমান আতঙ্কে পরিণত হয়। এই ধারাবাহিকতায় গত বছরের ১৩ই ডিসেম্বর একজন বাস চালককে মারধর করে তার হাতে ভিজিটিং কার্ড ধরিয়ে দেয়। প্রতিবাদ করায় একজন সাংবাদিককেও মারধর ও লাঞ্ছিত করে ইকবাল ও তার বাহিনী। ঘটনাটি মুহূর্তেই গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়। ওই ঘটনা প্রচারের পরপরই ওই দিনই বিএনপি তাঁকে প্রাথমিক সদস্যপদসহ থানা বিএনপির সাধারণ সম্পাদক থেকে সাময়িক বহিষ্কার করে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দলীয় নীতি ও আদর্শের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সাংবাদিক মিনহাজ আমান নামে আন্তর্জাতিক গণমাধ্যমের একজন সাংবাদিককে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুকের সাথে গতকাল অনুষ্ঠানে পাশাপাশি চেয়ারে বসে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়ে। এরপর বিএনপির নেতাকর্মী ও অন্যান্য লোকজন এসব পোস্টের নিচে সমালোচনামূলক নানা ধরনের মন্তব্য করে যাচ্ছে।
ই
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯