
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মীম শরৎ গ্রæপ এবং শাহজালাল নেভিগেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহাগকে নারায়ণগঞ্জের কলেজ রোড থেকে অপহরণের একদিন পর পটুয়াখালীর পায়রাগঞ্জ এলাকা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ তাকে হাত-পা বাঁধা ও আহত অবস্থায় উদ্ধার করে। গত রোববার রাতে মোহাম্মদ সোহাগ তার ব্যবসায়ী প্রতিষ্ঠান নিতাইগঞ্জ থেকে নিজবাড়ি নগরীর গলাচিপা এলাকার তোলারাম কলেজ রোড পৌছলে একদল অপহরণকারী তাকে তার ব্যবহৃত গাড়িসহ অপহরণ করে নিয়ে যায়। গতকাল সোমবার দুপুরে পটুয়াখালীর পায়রাগঞ্জ এলাকায় তার গাড়ির ভেতর থেকে তাঁকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে দুটি প্রাইভেটকার দেখতে পান তারা। এর একটি গাড়ির ভেতর থেকে একজন মানুষ সাহায্যের জন্য হাত নাড়ছিলেন। কাছে গিয়ে তাকে হাত, পা, কোমর ও মুখ বাঁধা এবং আহত অবস্থায় পড়ে আছে। পরে খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায় পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সোহাগ জানান, “আমি রাতে বাসায় ফিরছিলাম। পথিমধ্যে ৫-৬ জন ব্যক্তি আমাকে অপহরণ করে। তারা আমার হাত-পা ও চোখ বেধে বিভিন্ন এলাকায় ঘুরায় এবং মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে। আল্লাহর রহমতে সবার দোয়ায় আমি বেঁচে গেছি।” তার পরিবারের লোকজন খবর পেয়ে পটুয়াখালী থেকে জরুরী ভিত্তিতে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় এনে একটি হাসপাতালে ভর্তি করায় বলে মোহাম্মদ সোহাগের ঘনিষ্ট একটি সূত্র জানায়। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানায়, ব্যবসায়ীকে খুজতে আমরা তথ্য প্রযুক্তির সাহা নিয়ে অনুসন্ধান করি। অপহৃত দল ব্যবসায়ী সোহাগকে পটুয়াখালী ফেলে রেখে যায়। সেখানে প্রাইভেট কারে হাত-পা বাধা অবস্থায় এক ব্যক্তিকে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এঘটনায় জড়িতদের আটক করতে আমরা কাজ করছি। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক ঘটনা। একজন ব্যবসায়িকে অপহরণ করে তার ওপর ভয়াবহ নির্যাতন চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দ্রæততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯