আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৩:৫৮

গোপচর বালুর মাঠে জোরপূর্বক পশুর হাট বসানোর অভিযোগ

ডান্ডিবার্তা | ০৪ জুন, ২০২৫ | ১০:১১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্টা//

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোপচর আউয়ালের ঘাট সংলগ্ন বালুর মাঠে জোরপূর্বক কোরবানি  পশুর হাট বসানোর অভিযোগে ইউপি সদস্য সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক। এমনকি ওই সিন্ডিকেটের বিরুদ্ধে জমি দখল ও বিভিন্ন হুমকি ধামকির অভিযোগ করেন ভুক্তভোগী।

বুধবার (৪ জুন) জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন জমির মালিক মহিউদ্দিন ভুইয়া।

নাসিক ১৮ নং ওয়ার্ড শহীদনগর ডিয়ারার মৃত: মজিদ ভুইয়ার ছেলে মহিউদ্দিন ভুইয়া লিখিত অভিযোগে জানান সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোপচর মহসিনা বন্দ মৌজায় ২ একর ৩৬ শতাংশ জমির ওয়ারিশ ও ক্রয় সুত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছেন।অন্য জমির কাগজপত্র দিয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার বাপ্পী ও আওয়ামী লীগ নেতা বিটু,হোয়াইট বাবু,টিপু,ইমন,মসলু মন্ডল মিলে নাজমুল নামের এক ব্যাক্তির নামে ইজারা আনে। কিন্তু জোরপূর্বক তার জমিতে পশুর হাট বসিয়েছে। গত ২ জুন থেকে তারা হাটে কোরবানির পশু বিক্রি শুরু করে। বাধা দিলে তাকে বিভিন্ন হুমকি ধামকি দেয় উল্লেখ করে ভুক্তভোগী আরও অভিযোগ করেন, বাপ্পি মেম্বার ও  বিটু গং দীর্ঘ বছর ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল সহ এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন। ৫ আগস্টের পর ওরা কিছু বিএনপি নেতার ছত্রছায়ায় থেকে আবারও জুলুম নির্যাতন নিপীড়ন শুরু করেছে।তাদের ভয়ে নিরুপায় হয়ে ওই অনুমোদনহীন অবৈধ পশুর হাট বন্ধ করতে এবং ন্যায় বিচার চেয়ে ডিসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

স্থানীয়রা জানান, বাপ্পি মেম্বার ও বিটু সিন্ডিকেট বড় রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করছে। আসলে তারা আসলে চাঁদাবাজ ও চিহ্নিত সন্ত্রাসী। এলাকাবাসী পশুর হাট বসানোর প্রতিবাদ জানান এবং দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবী করেন।

এ বিষয় জানতে চাইলে হাটের ইজারাদার নাজমুল বলেন, সরকারের নিয়ম নীতি অনুসরণ করে এবং ওপেন দরপত্রের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয় থেকে ইজারা পেয়ে  নির্দিষ্ট স্থানে কোরবানি পশুর হাট বসিয়েছি।যদি কারো সঙ্গে কারো জমি নিয়ে বিরোধ থাকে সেটা আমাদের বিষয় না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা