
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়নগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের মধ্যে গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। এতে সুমন (২০) নামের এক গার্মেন্টস কর্মী গুলি বিদ্ধ হয়। হামলায় সাইফুল ইসলাম নমের আরও একজন পথচারী আহত হয়েছেন।। গুলিবিদ্ধ সুমনকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতংকের সৃষ্টি হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার গোলাকান্দাইল দক্ষিন পাড়া এলাকায় রকি ফার্মেসীতে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিন পাড়া ঈদগাহ মাঠের সামনে গোলাকান্দাইল এলাকার ছাত্রদল নেতা রফিক মিয়ার ছেলে রকি (লিডার মাসুদ পন্থী) ও গোলাকান্দাইল এলাকার রফিকুল ইসলামের ছেলে যুবদল নেতা লেবু আরিফ (কাজী মনির পন্থি) এদের মধ্যে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক বিরোধ চলে আসছিল। সোমবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে রাত সাড়ে ১০ টায় যুবদল নেতা লেবু আরিফ, পেয়াল, ইমন ও সিফাতের নেতৃত্বে ৬/৭ জন ছাত্রদল নেতা রকির ফার্মেসীতে গিয়ে অতর্কিত হামলা চালায় ও গুলি বর্ষন করে। এতে ফার্মেসিতে বসা ঘার্মেন্টস কর্মী সুমনের পিঠে গুলি বিদ্ধ হয়। এ সময় সাইফুল ইসলাম হামলায় আহত হয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও সেনা বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রূপগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ঘটনার পরপরই এলাকায় অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার ও ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯