আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সকাল ১০:৩৮

দেওভোগে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শনে জাকির খান

ডান্ডিবার্তা | ২০ জুন, ২০২৫ | ১০:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরের দেওভোগে পুড়ে যাওয়া হাকিম প্লাজা মার্কেট পরিদর্শন করেছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান। গতকাল বৃহস্পতিবার বিকেলে মার্কেটের পুড়ে যাওয়া প্রতিষ্ঠান পরিদর্শন শেষে ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের শান্তনা দেন তিনি। এছাড়া ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি নাজির আহমেদ, জেলা প্রজন্ম দলের আহŸায়ক সলিমুল্লাহ করিম সেলিম, স্বেচ্ছাসেবক দল নেতা জিয়া, যুবদল নেতা পারভেজ মল্লিক, হানিফ, জাকির, ব্যবসায়ী সুজন, মো. আলী সহ প্রমুখ। প্রসঙ্গত, গত বুধবার সকাল সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ হাকিম প্লাজা মার্কেটের বহুতল ভবনে আগুন লাগে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নির্বাপন করে ফায়ার সার্ভিস। আগুনে প্রায় ৩০ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। জানা গেছে, আগুনে মিনি গামেন্টসের মালামাল, সুতা, ফেব্রিক্স, রেডিমেড তৈরি পোশাক সেলোয়ার কামিজ, আসবাবপত্র, ফ্রীজ, বৈদ্যুতিক ওয়ারিং মিটার, বৈদ্যুতিক লাইন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা