আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সকাল ১১:১০

না’গঞ্জে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট

ডান্ডিবার্তা | ২০ জুন, ২০২৫ | ১০:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বৈরী আবহাওয়ার কারণে দেশজুড়ে সৃষ্ট গ্যাস সংকটের ঢেউ লেগেছে নারায়ণগঞ্জেও। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ প্রায় বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহকরা। সকাল থেকে রান্নার চুলা জ্বালাতে না পেরে বিপাকে পড়েছেন হাজারো পরিবার। শহরের গলাচিপা, আমলাপাড়া, খানপুর, দেওভোগসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গত বুধবার থেকেই গ্যাসের চাপ কমতে শুরু করে। গতকাল বৃহস্পতিবার সকালে তা একেবারেই বন্ধ হয়ে যায়। এতে অনেক গৃহিণী ভোরে ঘুম থেকে উঠেও রান্না করতে পারেননি। আমলাপাড়ার বাসিন্দা নাহিদা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকাল থেকে গ্যাস নাই। ভাত বসিয়েছিলাম, কিন্তু চুলো জ্বলে না। ছেলেমেয়েরা না খেয়ে স্কুলে গেছে। কী করব জানি না। এমন দুর্ভোগ আগে কখনো দেখিনি।” খানপুরের গৃহিণী রেহানা পারভীন বলেন, “গতকাল থেকে চাপ কম ছিল, কিন্তু আজ একেবারেই নেই। সকাল থেকে পানি গরম করতে পারিনি। বাধ্য হয়ে পাশের হোটেল থেকে খাবার এনেছি। কতক্ষণ এভাবে চলবে কে জানে।” পেট্রোবাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) গত দুইদিন ধরে এলএনজি কার্গো জাহাজ ভেড়ানো সম্ভব হয়নি। এর ফলে জাতীয় গ্রিডে আরএলএনজি (রি-গ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বুধবার পেট্রোবাংলা আরও জানায়, বৈরী পরিস্থিতিতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবারও এলএনজি কার্গো জাহাজ এফএসআরইউতে ভেড়ানো সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা