আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সকাল ১০:৪১

বিষাক্ত দুর্গন্ধ ময়লা পানি থেকে মুক্তি চায় সস্তাপুর-গাবতলী বাসিন্দারা

ডান্ডিবার্তা | ২১ জুন, ২০২৫ | ১২:৫১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
প্রতিবছর বৃষ্টি শুরুর আগেই জলাবদ্ধতা নিরসনের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ফতুল্লার নিষ্কাশন খালগুলো সংস্কার করা হয়। কিন্তু এ বছর প্রশাসনের উদাসিনতায় বর্ষাকাল আসার আগেই ফতুল্লার নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। খোদ সদর উপজেলা পরিষদের পাশের খালগুলো পলি জমে ভরাট হয়ে আছে- অথচ নির্বিকার বসে আছেন সদরের ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ও প্রকল্প পরিচালক। এসব খাল ভরাট হয়ে পড়ায় আশপাশের এলাকায় ঘরবাড়ি থেকে পয়ঃবর্জ্য পর্যন্ত এখন খালে এসে পড়তে পারছে না। এসব নোংরা পানি এখন এলাকার রাস্তাঘাটে জমে ভয়ানক বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাইনবোর্ড থেকে শুরু করে শিবু মার্কেট পর্যন্ত লিংক রোডটির দুই পাশ ও ডিএনডির খাল এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এতে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। অথচ প্রশাসনের এ নিয়ে কোন উন্নয়নের ব্যবস্থা নেই। ইউএনও জানেনই না একাজ তার দায়িত্বের মধ্যে পড়ে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে দ্রæত নিস্কাশন খাল সংস্কারের দাবিতে সদর উপজেলার আশপাশ এলাকার মানুষ বুধবার উপজেলা সস্তাপুর গাবতলার মোড়ে খুবই দুঃখ প্রকাশ করে বলেন এত নিউজ এত সাংবাদিকদের জানিয়ে আমাদের কোন সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসেনি একজন ভালো অভিভাবক পাচ্ছি না। এ এলাকার খাল, ড্রেনের এবং মানুষের কল্যাণে কাজ করার মত কোন অভিভাবক এই এলাকায় নাই, অভিভাবক শূন্য হয়ে সস্তাপুর গাবতলার মানুষ বসবাস করছেন একমাত্র আল্লাহ ছাড়া কোন পথ নাই আল্লাহর গায়েবি সাহায্য এই এলাকার মানুষ বেঁচে আছেন। দুর্গন্ধ, বিষাক্ত পদার্থ দ্বারা যুক্ত ময়লা পানির হাত থেকে সাধারণ মানুষ মুক্তি পেতে এলাকার লোকজন, সদর উপজেলার ইউএনও জাফর সাদিকের উপস্থিতি চান এই ময়লা পানির দেখতে, বক্তারা বলেন, তিনি যে জনগণের সেবক সে কথা ভুলে গেছেন। এই এলাকায় নেই কোন মেম্বার চেয়ারম্যান জনপ্রতিনিধি ভাই টাইপের জবরদস্ত লোক সবাই যার যার চিন্তায় মগ্ন আছেন নিজেদের বাড়ি নিয়ে আছেন বাড়ি ভাড়া তোলেন আর আরাম-আয়েশে থাকেন সাধারণ জনগণের কথা কেউ ভাবছেন না এই এলাকায় একজন অভিভাবক প্রয়োজন কে হবেন এই অভিভাবক। এ ব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা