আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সকাল ৬:৫৫

পুলিশকে ছুরিকাঘাত করা সেই তানভীর আটক

ডান্ডিবার্তা | ২১ জুন, ২০২৫ | ১২:৫৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রাসেল পার্কে চাঞ্চল্যকর হত্যাকাÐের মূল হোতাকে গ্রেপ্তারের দাবি করেছে র‍্যাব-১১। আটককৃত যুবকের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক, চুরিসহ নানান অভিযোগে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে। গত বুধবার সন্ধ্যায় র‍্যাব-১১ আভিযানিক দল জিমখানা বস্তি এলাকা থেকে তাকে আটক করে বলে জানায়। আটককৃত যুবকের নাম মো. তানভীর (২৩)। এর আগে, ১৪ মে রাতে জিমখানা সাকিনন্ত বটতলা রাসেল পার্ক দক্ষিণ পাশে নিরাপত্তা গেট সংলগ্ন এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন নতুন জিমখানা গলি রোডের জনৈক স্বপন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। ঘটনার সূত্র ও এজাহার পর্যালোচনায় জানা যায়, ভিকটিমের সাথে মাহিন আহম্মেদ ভেলকি মাহিম (১৪), নাঈম আহমেদ (২১), প্যাকেজ ফাহিম (২৪), সাঈম (২৪) সহ আরও অজ্ঞাতনামা ৫/৬ জনের পূর্ব শত্রæতা ছিল। রাসেল পার্ক এলাকায় কথা কাটাকাটির একপর্যায়ে বিবাদী ভেলকির নেতৃত্বে অন্যান্য হত্যাকারীরা একত্রিত হয়ে ভিকটিমকে সুইচ গিয়ার (ছোরা) ও চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরে পথচারীরা মুমূর্ষু অবস্থায় ভিকটিমকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হয়ে ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ মর্গে পাঠায়। এই ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর থেকেই আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং ছায়াতদন্ত শুরু করে। তদন্তকারী কর্মকর্তার নিবিড় তদন্তে গ্রেপ্তারকৃত আসামি তানভীরের এই হত্যাকাÐে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। র‍্যাব জানায়, তানভীর জিমখানা বস্তি এলাকায় মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। তার নামে প্রায় ডজনখানেক মামলা নারায়ণগঞ্জ সদর থানায় রয়েছে। এমনকি, ২০২৪ সালের ডিসেম্বরে সদর থানার একটি অভিযানে তানভীরের নেতৃত্বে পুলিশের ওপর মারাত্মক হামলা হয়েছিল। আটককৃতকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা