আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৪:০৭

রাজনীতি ছেড়ে দেব: জিএম কাদের

ডান্ডিবার্তা | ২১ জুন, ২০২৫ | ১:১৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জাতীয় পার্টির (জাপা) আসন্ন কেন্দ্রীয় সম্মেলন আয়োজন নিয়ে দলের শীর্ষ নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দ্বিধা-বিভক্তি ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। দলের মধ্যে চলমান উত্তেজনা ঘিরে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি প্রতিপক্ষ হয়ে ওঠা নেতাদের সঙ্গে কোনোভাবেই আপস করবেন না বলে জানিয়েছেন। জি এম কাদের বলেছেন, ‘আমি ওনাদের সঙ্গে আর রাজনীতি করতে চাই না। তাঁরা শেখ হাসিনার সময়েও অনেক যন্ত্রণা দিয়েছেন, আবার এখনো সেটি শুরু করেছেন। তারা যা ইচ্ছা করুক। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব, নীতি ছাড়ব না।’ জানা যায়, আগামী ২৮ জুন জাতীয় পার্টির (জাপা) দুই জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ দলের একটি অংশের উদ্যোগে কেন্দ্রীয় সম্মেলন আয়োজনে প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাতীয় পার্টি থেকে বের হয়ে যাওয়া শীর্ষ নেতাদেরও সম্মেলনে উপস্থিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই সারা দেশে জেলা কমিটির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দলটির নেতৃস্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে, দলীয় গঠনতন্ত্রের ২০ ধারার (ক) উপধারার সংশোধন। এর মধ্য দিয়ে জাতীয় পার্টিতে বিদ্যমান ‘একক’ ও ‘কর্তৃত্ববাদী’ নেতৃত্বের বদলে যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এদিকে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সম্মেলন করার প্রস্তুতি চলছে। তবে সম্মেলনের জন্য এখনো প্রশাসনের অনুমতি পাওয়া যায়নি। অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ২৮ জুনের সম্মেলন স্থগিত করেছেন। কারণ, হিসেবে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের মিলনায়তনের হল বরাদ্দ বাতিল হওয়ার কথা বলেছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা