আজ বুধবার | ৯ জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ১৩ মহর্‌রম ১৪৪৭ | রাত ১২:৩৪

অস্বস্তিতে নারায়ণগঞ্জ বিএনপি

ডান্ডিবার্তা | ০৮ জুলাই, ২০২৫ | ১০:৫৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ বিএনপিতে অস্বস্তি বিরাজ করছে। আগামী নির্বাচনে একাধিক প্রার্থী। মিত্র দলগুলির সাথে বৈরিতা। নেতাকর্মীদের বির্তকিত আচরন সব মিলিয়ে নারায়ণগঞ্জে বেকায়দায় বিএনপির অবস্থান। নারায়ণগঞ্জের বন্দরে বিএনপি নেতাকে প্রকাশ্যে মারধর, বন্দরের হরীপুরে বিএনপির সাবেক নেতাকে বিবস্ত্র করণ ও সব শেষে চাষাড়ায় জামায়াত নেতাকে মারধর লাঞ্ছিত করা নিয়ে বির্তকের জন্ম দিয়েছে বিএনপি। নারায়ণগঞ্জে বিএনপির শীর্ষ নেতাদের হাতে চেইন অব কমান্ড নেই। দলের হাই কমান্ড যতই বিএনপি নেতাদের সংযত হওয়ার আহবান জানালেও কেহই হাই কমান্ডের নির্দেশ মানছে না। বির্তক এমন ভাবে জন্ম দিয়েছে যারা বিএনপি নেতাদের চায়ের ফরমাইশ শুনতেন তারা এখন বিএনপির বড় নেতা। আর এতে করে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সেই সকল নেতাদের তেমন একটা তোয়াক্কা করছেন না। এক সময় নারায়ণগঞ্জে বিএনপির অবস্থান এমন ছিল এক ডাকে লাখো মানুষের ঢল নামতো। এখন নেতারা কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়ায় এখন আর বিএনপির রাজনীতিতে ইমেজ নেই বললেই চলে। এর জন্য কিছু কেন্দ্রীয় নেতাও দায়ি বলে মনে করেন মাঠ পর্যায়ের নেতারা। মাঠ পর্যায়ের নেতারা বলেন, যারা রাজনীতিতে নবীন তাদের হাতে দেয়া হয়েছে গুরু দায়িত্ব। এমন অনেকে আছেন যাদের হাতে গুরু দায়িত্ব তারা ঐসকল প্রবীন নেতাদের পিছু পিছু ঘুরতেন। এখন সেই যাদরেল বা যারা বিএনপিকে নারায়ণগঞ্জে প্রতিষ্টিত করেছে তাদের উপর হুকুম চালানো ও তাদের সাথে বিরুপ আচরন করা নিয়ে দিন দিন নারায়ণগঞ্জে বিএনপি রাজনৈতিক ভাবে পিছিয়ে পড়ছে। যারা নারায়ণগঞ্জে বিএনপিতে প্রতিষ্ঠিত করেছে তাদের হাতে বিএনপির দায়িত্ব নেই। কারণ তারা ছিলেন রাজনৈতিক ভাবে পরিপক্ক। দীর্ঘ দিন এসকল প্রবীন রাজনীতিবিদর সাথে যারা রাজনীতি করতেন এখন নতুন অপরিপক্ক নেতাদের পিছুনে ছুটছেন না। যার করণে নারায়ণগঞ্জে বিএনপি দুর্বল থেকে দুর্বল হয়ে উঠছে। এছাড়া বিএনপির মনোনয়ন নিতে ব্যবসায়ী নেতাদের আর্ভিভাব ঘটেছে। তাদের পিছনেও কিছু অর্থলোভী নেতা ছুটছে। এ কারণে বিএনপি পদে পদে নাজেহাল হচ্ছে। এছাড়া দীর্ঘদিনের বিএনপির মিত্র দলগুলিও নিজ নিজ অবস্থান থেকে শক্তি সঞ্চয় করে চলেছে। আর এতে করে বিএনপির কিছু নেতার চক্ষুশূল হয়ে পড়ায় বাড়তে শুরু করেছে সংঘাত। গতকাল সোমবার দুপুরে চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন পৌর মার্কেটে একটি দোকানের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে চেম্বারের পরিচালক ও জামায়াত নেতা গোলাম সারোয়ার সাঈদের উপর হামলা করা হয়েছে। ওই সময়ে সেখানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা সহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন। লাঞ্ছনার শিকার গোলাম সারোয়ার সাঈদ জেলা ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। এছাড়া বিগত সময়ে জুলাই আগস্ট ছাত্র অভ্যুত্থান আন্দোলনে অগ্রণী ভূমিকাতে ছিলেন। তিনি একাধিকবার কারাবরণ ও কয়েক ডজন মামলার আসামী ছিলেন। অপরদিকে বন্দরে বিএনপির দুই গ্রæপ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুই পক্ষের ২জন খুন হয়। এছাড়া বন্দরের হরীপুরে সাবেক বিএনপি নেতাকে বিএনপির নামধারী সন্ত্রাসী ডন বজলু বাহিনীর হাতে লাঞ্ছিত হওয়ার পরও কেন্দ্রীয় বিএনপি কোন ব্যবস্থা না নেয়ায় বিএনপি প্রশ্নের মুখে পড়েছে। এত ঘটনাকে কেন্দ্র করে এখন নারায়ণগঞ্জে বিএনপি অস্বিত্বে রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা