
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ বিএনপিতে অস্বস্তি বিরাজ করছে। আগামী নির্বাচনে একাধিক প্রার্থী। মিত্র দলগুলির সাথে বৈরিতা। নেতাকর্মীদের বির্তকিত আচরন সব মিলিয়ে নারায়ণগঞ্জে বেকায়দায় বিএনপির অবস্থান। নারায়ণগঞ্জের বন্দরে বিএনপি নেতাকে প্রকাশ্যে মারধর, বন্দরের হরীপুরে বিএনপির সাবেক নেতাকে বিবস্ত্র করণ ও সব শেষে চাষাড়ায় জামায়াত নেতাকে মারধর লাঞ্ছিত করা নিয়ে বির্তকের জন্ম দিয়েছে বিএনপি। নারায়ণগঞ্জে বিএনপির শীর্ষ নেতাদের হাতে চেইন অব কমান্ড নেই। দলের হাই কমান্ড যতই বিএনপি নেতাদের সংযত হওয়ার আহবান জানালেও কেহই হাই কমান্ডের নির্দেশ মানছে না। বির্তক এমন ভাবে জন্ম দিয়েছে যারা বিএনপি নেতাদের চায়ের ফরমাইশ শুনতেন তারা এখন বিএনপির বড় নেতা। আর এতে করে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সেই সকল নেতাদের তেমন একটা তোয়াক্কা করছেন না। এক সময় নারায়ণগঞ্জে বিএনপির অবস্থান এমন ছিল এক ডাকে লাখো মানুষের ঢল নামতো। এখন নেতারা কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়ায় এখন আর বিএনপির রাজনীতিতে ইমেজ নেই বললেই চলে। এর জন্য কিছু কেন্দ্রীয় নেতাও দায়ি বলে মনে করেন মাঠ পর্যায়ের নেতারা। মাঠ পর্যায়ের নেতারা বলেন, যারা রাজনীতিতে নবীন তাদের হাতে দেয়া হয়েছে গুরু দায়িত্ব। এমন অনেকে আছেন যাদের হাতে গুরু দায়িত্ব তারা ঐসকল প্রবীন নেতাদের পিছু পিছু ঘুরতেন। এখন সেই যাদরেল বা যারা বিএনপিকে নারায়ণগঞ্জে প্রতিষ্টিত করেছে তাদের উপর হুকুম চালানো ও তাদের সাথে বিরুপ আচরন করা নিয়ে দিন দিন নারায়ণগঞ্জে বিএনপি রাজনৈতিক ভাবে পিছিয়ে পড়ছে। যারা নারায়ণগঞ্জে বিএনপিতে প্রতিষ্ঠিত করেছে তাদের হাতে বিএনপির দায়িত্ব নেই। কারণ তারা ছিলেন রাজনৈতিক ভাবে পরিপক্ক। দীর্ঘ দিন এসকল প্রবীন রাজনীতিবিদর সাথে যারা রাজনীতি করতেন এখন নতুন অপরিপক্ক নেতাদের পিছুনে ছুটছেন না। যার করণে নারায়ণগঞ্জে বিএনপি দুর্বল থেকে দুর্বল হয়ে উঠছে। এছাড়া বিএনপির মনোনয়ন নিতে ব্যবসায়ী নেতাদের আর্ভিভাব ঘটেছে। তাদের পিছনেও কিছু অর্থলোভী নেতা ছুটছে। এ কারণে বিএনপি পদে পদে নাজেহাল হচ্ছে। এছাড়া দীর্ঘদিনের বিএনপির মিত্র দলগুলিও নিজ নিজ অবস্থান থেকে শক্তি সঞ্চয় করে চলেছে। আর এতে করে বিএনপির কিছু নেতার চক্ষুশূল হয়ে পড়ায় বাড়তে শুরু করেছে সংঘাত। গতকাল সোমবার দুপুরে চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন পৌর মার্কেটে একটি দোকানের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে চেম্বারের পরিচালক ও জামায়াত নেতা গোলাম সারোয়ার সাঈদের উপর হামলা করা হয়েছে। ওই সময়ে সেখানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা সহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন। লাঞ্ছনার শিকার গোলাম সারোয়ার সাঈদ জেলা ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। এছাড়া বিগত সময়ে জুলাই আগস্ট ছাত্র অভ্যুত্থান আন্দোলনে অগ্রণী ভূমিকাতে ছিলেন। তিনি একাধিকবার কারাবরণ ও কয়েক ডজন মামলার আসামী ছিলেন। অপরদিকে বন্দরে বিএনপির দুই গ্রæপ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুই পক্ষের ২জন খুন হয়। এছাড়া বন্দরের হরীপুরে সাবেক বিএনপি নেতাকে বিএনপির নামধারী সন্ত্রাসী ডন বজলু বাহিনীর হাতে লাঞ্ছিত হওয়ার পরও কেন্দ্রীয় বিএনপি কোন ব্যবস্থা না নেয়ায় বিএনপি প্রশ্নের মুখে পড়েছে। এত ঘটনাকে কেন্দ্র করে এখন নারায়ণগঞ্জে বিএনপি অস্বিত্বে রয়েছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯