
ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ৫ আগষ্টের পর অনেক রাজনৈতিক দল এত উৎফুল্ল হয়ে উঠল হঠাৎ করে, এত আনন্দ, এত উল্লাসের মধ্যে পরে গেল, তারা যেন আগামী দিন ক্ষমতায় আসছে এরকম একটা ভাব। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কি অবস্থা ছিল আপনারা জানেন। কিন্তু ৫ আগষ্টের পরে এতবেশী আশাবাদী হয়ে, তারা উৎফুল্ল হয়ে কাজ করতে শুরু করল আর বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করতে শুরু করল। গত রবিবার বিকালে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর ব্রীজ এলাকায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: তৈয়ব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা: মো: মাসুদ করিমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সহ-সভাপতি এসএম আসলাম, ডিএইচ বাবুল, জিএম সাদরিল, রওশন আলী, মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল হক ছাদু, থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি। এসময় গিয়াসউদ্দিন আরো বলেন, প্রথম তো তারা উৎফুল্ল হয়ে গিয়েছিল যে, এই বার আমরা ক্ষমতায় আসব। এখন এই এক বছর ঘুরে ফিরে দেখে যে নির্বাচনে দাড়ালে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তারা কোথাও ভোটে দাড়িয়ে নির্ধারিত নির্বাচনী এলাকায় পাশ করতে পারবে না। তাদের স্বপ্ন দু:স্বপ্নে পরিনত হয়ে যাচ্ছে সেজন্য নতুন একটা পদ্ধতি তারা আবিস্কার করে আজকে সরকারের উপর চাপ দিচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। তিনি বলেন, জনগনের ভোটে কোন একটি ব্যক্তিও নির্বাচিত হলো না, দলের যিনি প্রধান বা দল যারা কয়েকজনে পরিচালনা করে, অনেক টাকা-পয়সা নিয়ে একজনকে এমপি করে দিবে। যোগ্য হোক কি অযোগ্য হোক সেখানে বাছাই করার তো আর কেউ রইল না, বাছাই করবে কে? ওই দলের নেতা। তাহলে বৈষম্যবিরোধী আন্দোলন থেকে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি যাতে স্বৈরাচার তৈরী না হয়। আরেকটা স্বৈরাচারী পদ্ধতি তৈরী করার জন্য তারা আজকে ষড়যন্ত্র করছে। জনগনের ভোটের অধিকার নিয়ে তারা ছিনিমিনি খেলার জন্য এই পিআর পদ্ধতির কথা বলছে। বাংলাদেশে এটা খাবে না। তারা উদাহরণ দেয় অনেক দেশে আছে, অনেক খ্রিষ্টান-ইহুদি দেশে আছে। তো ওই দেশে মদ খাওয়া হালাল তাদের জন্য, এই দেশে নিষিদ্ধ। ওই খানে নাস্তিকরা নেতৃত্ব করে সেটার কোন খবর নাই, পিআর পদ্ধতি আনতে হবে। সেদেশে অনেক পদ্ধতি রয়েছে যা মুসলিম অধ্যুষিত এই রাষ্ট্রে করা সম্ভব না। ঈমানদার মানুষ হয়ে, আলেম হয়ে কি ভাবে জালেমের শাসন উদাহরণ হিসেবে আনি। বাংলাদেশের মানুষ এটা মেনে নিবে কি না সেজন্য আমাদের নেতা তারেক রহমান বার বার অনুরোধ করছে আপনারা যে দাবী করছেন, আপনারা একটু চিন্তা করে দেখেন এই পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষের কল্যাণে হবে কি না। তিনি আরো বলেন, এই পিআর পদ্ধতি বলার পিছনে আমরা মনে করি আরেকটা অসৎ উদ্দেশ্য লুকায়িত আছে। সেটা হলো এই, নির্বাচন যদি হয়ে যায় দেশ পূণর্গঠনে একটা সুযোগ জনপ্রতিনিধিদের হাতে আসবে। শেখ হাসিনার স্বৈরশাসন খারাপ ছিল তার বিপক্ষে গিয়ে যে ভাল কিছু করবে স্বৈরাচার তখন আরো বেশী লজ্জিত হবে, আরো বেশি নিগৃহীত হবে। তাদের পক্ষে থেকে ষড়যন্ত্র। তারা অনেক বেশী টাকা-পয়সা কামাই করে নিয়ে গেছে। এই ছোট ছোট দলগুলোর মধ্যে সেই টাকা বিনিয়োগ করে তাদেরকে দিয়ে এমন সব কথা-বার্তা এখন বলাচ্ছে যাতে করে নির্বাচনটা পিছিয়ে যায়, নির্বাচনটা না হয়। এটাই হলো তাদের একটা ষড়যন্ত্র। তিনি আলেম-উলামাদের উদ্দেশ্যে বলেন, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম অনেক স্বৈরাচার দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছেন, আন্দোলন করেছেন। কিন্তু ইতিহাস বলে এ দেশের শ্রদ্ধেয় উলামায়ে কেরামকে আমরা সম্মান করি ভালবাসি। ভারতবর্ষ যখন ছিল, যখন ইষ্ট ইন্ডিয়া কোম্পানী এই দেশ শাসন করত তখন থেকে পাকিস্তান শাসন আমলেও অনেক কাজ আছে যেই কাজ দ্বারা উলামায়ে কেরাম সমালোচিত। আর যেন সমালোচিত না হন সেই দিকে ফিরে আসেন, দেশের কল্যাণের কথা ভাবেন। নিজেদের দলের, নিজেদের স্বার্থের কথা না ভেবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভুইয়া, সদস্য, সুমন মুন্না, আলী ভুইয়াসহ প্রমূখ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯