
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “নতুন পথে যাওয়াটা অনেক চ্যালেঞ্জিং। কারণ আমি জেলা প্রশাসক, দুইটা চোখ আমার, আমার সাথে সহকর্মীরা আছেন তাদের চোখ দিয়েও আমরা দেখি। কিন্তু আপনারা দেখেন, আপনাদের শত শত চোখ। আমরা যা দেখি আপনারা তার চেয়ে বেশি দেখেন। শত শত বছর ধরে আপনারা এই জেলাকে দেখে আসছেন। সুতরাং আপনাদের কাছে একরকম অনুভূতি হবে আমাদের কাছে আরেক রকম।” তিনি আরও বলেন, “আপনারা যেভাবে প্রত্যেকটা জায়গায় দৃষ্টি দিতে পারবেন, আমার দৃষ্টিশক্তি প্রত্যেকটা জায়গায় এভাবে দেয়া সম্ভব না। প্রতিটা মানুষের লিমিটেশন থাকে। সব সমস্যার সমাধান কিন্তু কেউ করতে পারবে না। কিন্তু আমাদের ভালো কাজটা করার ইনটেনশন আছে।” গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আমাদের অনেক রক্ত ঝরেছে। ৫২-তে রক্ত ঝরেছে, সেখানে এক ধরনের বৈষম্য ছিল। ৭১-এ এক ধরনের বৈষম্য ছিল। ২৪-এ রক্ত ঝরেছে। আমরা যেন সাদাকে সাদা কালকে কালো বলি। আমরা যেন স্বার্থের চোখ দিয়ে না দেখি। আমরা যেন বাস্তব অবস্থাটা বুঝার চেষ্টা করি।” জাহিদুল ইসলাম বলেন, “জুলাই শহীদদের যে স্মৃতিস্মম্ভ এটির মাধ্যমে নারায়ণগঞ্জ একটি ইতিহাসের অংশ হয়ে দাঁড়ালো। জায়গা নির্বাচনের পর মাত্র চারদিনে আমরা এটি করতে সক্ষম হয়েছি। এটা নিয়ে দিন-রাত ২৪ ঘন্টা কাজ হয়েছে। এটা নারায়ণগঞ্জবাসীর সাফল্য, আপনাদের সফলতা। এটি নারায়ণগঞ্জ জেলার জন্য একটি মাইল-ফলক।” ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচি নিয়ে ডিসি বলেন, “আমরা ১০ মে থেকে এ কার্যক্রম শুরু করি। আমরা ১ লাখ গাছ লাগানোর টার্গেট নিয়েছিলাম, যা ১০ জুলাই শেষ করেছি। আমরা মনেকরি এই শহরকে বাঁচাতে হলে সবুজায়নের কোন বিকল্প নেই।” গত কয়েকমাসে জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, যানজট, কৃষি, আইনশৃঙ্খলা, শ্রমিক অসন্তোষ, রাস্তা সংস্কার, পুনরুদ্ধার, মানবিক কার্যক্রম, জুলাই বীর যোদ্ধাদের সহযোগিতা, অফিসকে দালাল-মুক্তকরণ, লাঙ্গলবন্দের সুব্যবস্থাপনা, বাজার মনিটরিং, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাÐ, সাংস্কৃতিক পুরাকীর্তি এই সকল কার্যক্রম আমরা করে যাচ্ছি। ১২৫ ট্রাকের মতো ব্যানার-ফেস্টুন, ময়লা-আবর্জনা পরিষ্কার করেছি। আমি জানি নারায়ণগঞ্জ শহর পরিষ্কার হয়নি, করতে হবে। এটি সবাইকে নিয়ে করতে হবে।” জেলার স্বাস্থ্য ও শিক্ষা-ব্যবস্থার উন্নয়নেও কাজ করার কথা জানান তিনি। যানজটকে এ শহরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, “আমরা চেষ্টা করেছিলাম। কাক্সিক্ষত মাত্রায় আমরা নিতে পারিনি। এর সাথে অনেকগুলো সেক্টর জড়িত। সবাইকে নিয়ে এখন আমরা গত সপ্তাহে সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে কথা বলেছি। আমরা জনবলও বাড়িয়েছি। অটোরিকশার চলাচলেও নিয়ন্ত্রণ আনতে হবে।” মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হলে ‘সামাজিক আন্দোলনেরও’ তাগিদ দেন তিনি। তিনি বলেন, “নারায়ণগঞ্জের আরও একটি বড় সমস্যা জলাবদ্ধতা। জলাবদ্ধতা নিরসনে একটি কমিটি গঠন করে দিয়েছিলাম। সেখানে আমরা দেখেছি ৯২ কিলোমিটার খালের ১৭ কিলোমিটার খালই বøকড। এই খালগুলো কিছু কারো অবৈধ দখলে আছে এবং কিছু বন্ধ হয়ে আছে। এইগুলো আমরা উচ্ছেদ করার জন্য একটি প্রকল্প গ্রহণ করেছি।” এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি প্রমুখ।
ই-
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯