
ডান্ডিবার্তা রিপোর্ট
দেখলে মনে হবে কোন সিমেনার সুটিং চলছে। যেখানে নায়ক চলমান ট্রেনের ছাদে করে এক বগি থেকে দৌড়ে অন্য বগিতে লাফ দিচ্ছে। তিনি শুধু একা নন, সাথে আছে ছোট বড় বিভিন্ন বয়সের কিশোররা। দৌড়ানোর এ পর্যায় সামনে ইলেক্ট্রিক তার আসলে স্ট্যানম্যনের মতো শুয়ে পরছেন। কোন একশন সিনেমায় নয়, এমন দৃশ্যে দেখা মিলছে নারায়ণগঞ্জ টু ঢাকা ট্রেনে। গতকাল বুধবার বিকেলে নগরীর নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় একটি ট্রেন। সরেজমিনে দেখা যায়, ট্রেন ছাড়া আগেই কিছু শিশু-কিশোররা জানালা দিয়ে বেয়ে উঠে যাচ্ছেন ছাদে। জীবন ঝুকি আছে জেনেও ট্রেন ছাড়া সময় সেই কিশোররা খুব হাশিখুশি ভাবেই বন্ধুদের নিয়ে উপভোগ করছে এই যাত্রা। এসময় ১৭ বছর বয়সী এক কিশোর রাকিবের সাথে কথা হলে ট্রেনে ঝুকিপূর্ন ভ্রমন বিষয়ে সে বলে, ‘এমনে কোথাও যাওন লাগবো না, আমগো ভালো লাগে তাই উঠি। আমি চাষাড়া, কালির বাজার ভিক্ষা করি। আমার বাসা গেন্ডারিয়া, এখান থেইকা যখন যাই তখন ট্রেনে যাই। আবার আসার সময়ও স্টেশনে দাড়াই, ট্রেন আসলে উইঠা পড়ি’ আরেক কিশোর মাসুদ বলেন, ‘ট্রেনের লোক দেখলে মাঝে মাঝে দাওয়া দেয়। আমরা তো ছাদে থাকি, আমগো কাছে টিকেট চাইবো কেন? ভয় লাগে না, কারণ আরও ছোট থাকতে এক ভাইয়ের কোলে কইরা এই ট্রেনের ছাদে উঠছি। উঠতে উঠতে ভয় কইমা গেসে।’ এ বিষয়ে ট্রেন যাত্রি রবিন নামের এক শিক্ষক বলেন, ‘বাচ্চাদের তুলোনামূলক ঝুকিপূর্ন কাজ করতে পছন্দ করে। ওদের মধ্যে বন্ধুদের সামনে নিজেদের বড় দেখানোর প্রবণতাটা থাকে। যারা ঝুকি নিয়ে ট্রেনের ছাদে উঠে সার্ফিং করে ওরা অধিকাংশই পথশিশু। এখন ট্রেন কতৃপক্ষের ক্ষেত্রে এই বিষয়টা একটু নজরে রাখতে হবে, প্রতিটা স্টেশনে ট্রেন ছাড়ার আগে পর্যন্ত এই শিশু-কিশোরা যাতে ট্রেনের ছাদে উঠতে না পারে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। ওরা পথশিশু হলেও ওদের জীবনের মূল্য আছে।’ আরেকজন যাত্রি শাওন বলেন, পত্র-পত্রিকায় এই ট্রেনের নিচে কাটার পড়ার অনেক ঘটনাই দেখেছি। চলমান ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে মৃত্যুর ঘটনা এর আগেও নারায়ণগঞ্জে ঘটেছে। তারপরও ট্রেন স্টাফদের অবহেলাও অসাবধানতার কারণে এ ভাবেই শিশু কিশোররা উঠার সুযোগ পাচ্ছে। আমরা মাঝে মাঝে ২-১ জন যাত্রি না করলেও আমদের কথা শুনে না। তবে কতৃপক্ষের এ বিষয়গুলো আমাদের দৃষ্টিতে রাখতে হবে।’
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯