আজ শুক্রবার | ২৫ জুলাই ২০২৫ | ১০ শ্রাবণ ১৪৩২ | ২৯ মহর্‌রম ১৪৪৭ | রাত ৮:২৮

বিদেশে বসে নাশকতার উস্কানী

ডান্ডিবার্তা | ২৪ জুলাই, ২০২৫ | ১১:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক নাটকের পরিপ্রেক্ষিতে সা¤প্রতিক সময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাশকতার অভিযোগ উঠে এসেছে। বিশেষ করে “বিদেশে পলাতক” আওয়ামী লীগ নেতারা গোপনভাবে অর্থ পাঠিয়ে উস্কানি দিচ্ছে এবং দেশে থাকা তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ সেই নির্দেশে নাশকতা চালাচ্ছে। বিশেষ করে নারায়ণগঞ্জে এ ব্যাপারে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যা নারায়ণগঞ্জ শহরে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনার মাত্রা বাড়িয়েছে। ২০২৪ সালের অগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর বিএনপি ও কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেছেন, অবৈধ পথে বিদেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতারা দেশের মধ্যে তত্ত¡বিরোধী আন্দোলন চালাতে কর্মসূচি দিচ্ছেন। পুরো বিষয়টি মূলত বর্তমান সরকারকে নাজেহাল এবং ব্যর্থ করার রাজনীতিক প্রেক্ষাপট থেকে পরিচালিত হচ্ছে বলে দাবি করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বলছে, খুনী বাহিনীকে খাটো করে সরকার তার দেশ পরিচালনার কাজে হাত দিলেও তারা এখনও অর্থনৈতিক ভাবে শক্তিশালী। বিপুল পরিমান অর্থের বিনিময়ে জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে এবং বিদেশে গিয়ে অন্যান্য রাজনৈতিক দলকে ক্ষতিগ্রস্থ করছে উস্কানি দিয়ে যাচ্ছে। উস্কানির অংশ হিসেবে স¤প্রতি গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ। একই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে এনসিপির তোড়ন পুড়িয়ে দেয়া, ব্যানার ফেস্টুন বিনষ্ট, হরতালের চেষ্টায় সড়কে অগ্নিসংযোগ দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয়-ভীতি তৈরি করছে। যদিও প্রতিবারই আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তিগুলো একত্রিত হয়ে এদের মোকাবেলা করছে। সরকারি প্রতিনিধিরা বলেছেন, “নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ পরিকল্পিতভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা ভাঙ্গার চেষ্টা করছে। যেই কাজে উস্কানি দিয়ে যাচ্ছে বিদেশে পলাতক থাকা নেতারা। অর্থের বিনিময়ে এসব উস্কানি দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্টের অপচেষ্টায় লিপ্ত। তবে নারায়ণগঞ্জে বারবারই প্রতিরোধ গড়ে তুলেছে ছাত্র জনতা। নারায়ণগঞ্জের এককালের গডফাদার শামীম ওসমান, সেলিম ওসমানের বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছিলো ৫ আগস্টেই। নতুন করে উস্কানি দেয়ার পর হারাতে হয়েছে তাদের ঐতিহ্য বায়তুল আমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা সুযোগ পেলেই এদের প্রতিরোধ করে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে অবস্থানরত নেতারা তাদের রেখে যাওয়া অস্ত্র দিয়ে প্রকাশ্য নাশকতা পরিচালনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মুলে সরকারকে পদক্ষেপ নিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অভিযান পরিচালনার পাশাপাশি অবৈধ অস্ত্রগুলো উদ্ধারে মনোযোগী হতে হবে। অন্যথায় বিদেশ থেকে পাঠানো টাকায় ছিন্নমুলদের মাধ্যমে অপকর্ম চালিয়ে যেতে পারে নিষিদ্ধ সংগঠনগুলো। তা না হলে এসব ঘটনাগুলি আগামী নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করবে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা