আজ শনিবার | ২ আগস্ট ২০২৫ | ১৮ শ্রাবণ ১৪৩২ | ৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৫৫

পূর্ব ইসদাইরের জলাবদ্ধতা নিরসনের আশ্বাস ডিসির

ডান্ডিবার্তা | ৩১ জুলাই, ২০২৫ | ৯:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা ইউনিয়নের পূর্ব ইসদাইরের জলাবদ্ধতা নিরসন, রাস্তার উন্নয়নে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দ্রæত ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন এলাকাবাসীকে। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জলের উদ্যোগ দক্ষিন সস্তাপুর, সস্তাপুর কোতালের বাগ, হক বাজার, গাবতলী ও পূর্ব ইসদারের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এলাকার বিভিন্ন সমস্যার কথা জানাতে ও সমাধানের জন্য জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন। এলাকাবাসী দক্ষিন সস্তাপুর, সস্তাপুর কোতালের বাগ, হক বাজার, গাবতলী ও পূর্ব ইসদার এলাকার অর্ধ লক্ষাধিক মানুষ দীর্ঘদিন যাবৎ পানি নিস্কাশনের অভাবে অল্প বৃষ্টিতেই পানি বন্দি হয়ে রাস্তা-ঘাট, ঘর-বাড়ি ডুবে এক দুর্বিসহ অবস্থায় পতিত হয়। খাল পুনরুদ্ধারের অভাবে এই অসহনীয় কষ্ট পোহাতে হচ্ছে। খাল পুনরুদ্ধার, সংস্কার, রাস্তা উঁচুকরণসহ ত্বাকওয়া মসজিদের উন্নয়নের সরকারের আর্থিক সহায়তা কামনা করেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এলাকাবাসীর সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, প্রফেসর ইদ্রিস আলী, আব্দুল কাদের, আব্দুল মান্নান, নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার ফারুক, বীরমুক্তিযোদ্ধা ফারুক, ইউপি সদস্য আব্দুল আউয়াল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, ব্যবসায়ী মোঃ মাসুদ, জেলা যুবদল নেতা হাসান ইমাম সম্রাটসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা