আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৪:৩১

নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলার চরম অবনতি সর্বত্র বেড়েছে ছিনতাই ডাকাতি

ডান্ডিবার্তা | ০৭ আগস্ট, ২০২৫ | ১১:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বৃদ্ধি পেয়েছে ছিনতাই-ডাকাতির মত ঘটনা। যা নিয়ে নগরবাসীসহ জেলাবাসীর মধ্যে দুঃশ্চিন্তা ও আতঙ্ক কাজ করছে। এর ফলে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। নগরবাসী বলছেন রাতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি না করা হলে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা কোনোভাবেই কমানো সম্ভব না। পাশাপাশি যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির মুখোমুখির করারও দাবি সবার। জানা যায়, শহরের কয়েকটি স্পট ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এগুলোর মধ্যে শহরের চাষাঢ়া, উকিলপাড়া মোড়, নয়ামাটির হোসিয়ারী পল্লীর করিম মার্কেট, মাসদাইরের বোয়ালিয়া খাল, জামতলা, ইসদাইর অক্টো অফিসের সামনে চাষাঢ়া-পঞ্চবটি সড়ক, দেওভোগ পানির ট্যাংকির মোড়, জিমখানা রেলওয়ে কলোনি সংলগ্ন জল্লারপাড় পার্ক, ডিসি বাংলোর সামনে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এবং শীতলক্ষ্যা নদী তীরের ওয়াকওয়েগুলোতে সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এছাড়া চাষাঢ়া থেকে দুই নং রেল গেট, ও চাষাঢ়া থেকে পঞ্চবটি পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক এবং ফতুল্লার কাশিপুর এলাকায় প্রায় প্রতিদিন ছিনতাইকারীদের কবলে পড়ছেন সাধারণ মানুষ। আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সানারপাড়, কাঁচপুর সেতুর পশ্চিম অংশ, বন্দরের মালিবাগ, মদনপুর ও কেওঢালা, দড়িকান্দী, টিপরদী, সাদীপুর, মোগড়াপাড়া, আষাড়িয়ারচর ও মেঘনাঘাট টোলপ্লাজা এলাকাগুলো ডাকাতির হটস্পট হিসেবে পরিচিত। বিভিন্ন সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের এক সৌদি প্রবাসী কামরুল ইসলামের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এদিন রান্না ঘরের গ্রিল কেটে প্রবেশ করে। এসময় বাড়ির নারী ও শিশুদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ ভরি স্বর্ণ, নগদ ২২ লাখ টাকা ও আইফোন লুট করে নিয়ে যায়। গত ৪ জুলাই নারায়ণগঞ্জের খাঁনপুরে ডিসির বাংলোর সামনে শুক্রবার ভোরে ছিনতাইকারীর কবলে পড়েন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সোনারগাঁ সংবাদদাতা হাসান মাহমুদ রিপনসহ ২ জন অটোরিক্সা যাত্রী। এসময় ছিনতাইকারীর দল ছুরিকাঘাত ও ইটপাটকেল নিক্ষেপ করে সাংবাদিক রিপনসহ ৩ জনকে আহত করে নগদ টাকা-পয়সা, মোবাইল সেট, আইডি কার্ড, কাপড় ভর্তি ব্যাগ ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নেয়। গত ১৫ জুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল নতুন রাস্তা পানির পাম্পের সামনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার পথে এসপি প্যাকেজিং লিমিটেডের দুই কর্মচারীর কাছ থেকে ১০ লাখ টাকা ও দুইটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ৬ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকা থেকে একটি অটোরিকশার গতিরোধ করে রোমা আক্তার নামের এক নারী যাত্রীর ৭ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত ৩ মে রাতে উচিৎপুরা ইউনিয়নের টেগুরিয়াপাড়া এলাকায় আল আমিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ এক লাখ টাকা, সাড়ে চার ভরি ওজনের স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোনসহ অন্যান্য মালপত্র লুটে নেয়। গত ১ মে রাত ৩টার দিকে ডাকাতি হয় উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের কান্দাপাড়ার বাসিন্দা আব্দুল হেকিম মিয়ার বাড়িতে। একই কায়দায় ১৫-২০ জনের মুখোশধারী ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে। হেকিম মিয়া বলেন, অস্ত্রের মুখে তার পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতরা লুটপাট চালায়। সব মিলিয়ে তার বাড়ি থেকে নগদ ২৪ হাজার টাকা, এক ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট হয়েছে। গত ২৭ এপ্রিল রোববার রাত আড়াইটার দিকে ডাকাতি হয়েছে ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকার বীর মুক্তিযোদ্ধা বিএম কামরুজ্জামানের বাড়িতে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১৮-২০ জন মুখোশধারী ডাকাত তার বাড়ির পাঁচটি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকছে। পরে তারা দুই ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, আইফোনসহ পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুটে নেয়। গত ৪ এপ্রিল রাত আড়াইটার দিকে ২০-২৫ জন মুখোশধারী ডাকাত হানা দেয় মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী এলাকায়। ওই এলাকার মন্টুর ছেলে শ্রী জুমন দাস, রুস্তম আলীর ছেলে মামুন, অপর ব্যক্তি শ্রী বাবু এবং আ. মজিদের ছেলে ডা. মান্নানের ঘরে একযোগে ডাকাতির ঘটনা ঘটে। ২০/২৫ জনের মুখোশ পরিহিত অস্ত্রধারী ডাকাত দল ওই বাড়ির প্রতিটি ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরে থাকা লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে এবং মান্নানের ছেলে মফিজুলের স্ত্রী বৃষ্টি আক্তারের (২৬) কান ধারালো অস্ত্র দিয়ে কেটে গুরুতর আহত করে নগদ ২ লাখ টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার ও ৬টি মোবাইল ফোন লুটে নিয়ে চলে যায়। গত ১৪ জানুয়ারি দুই দুবাই প্রবাসী আবু হানি (৩৫) এবং রাজিব ভূঁইয়া (৩৫) গুলিস্তানের বাইতুল মোকাররম মার্কেট থেকে কুমিল্লা যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কেওঢালা এলাকায় ডাকাতির কবলে পড়েন। এসময় তাদের সঙ্গে থাকা নগদ সর্বমোট ১২ লাখ টাকাসহ দুইটি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে দুষ্কৃতিকারীরা প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়াকে অনুমানিক ৩-৪ ঘণ্টা বিভিন্ন স্থানে ঘুরিয়ে ওইদিন সন্ধ্যায় ঢাকা ডেমরা এলাকার একটি পরিত্যাক্ত রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। গত ১২ ডিসেম্বর ভোরে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশের (এআইইউবি) সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত বিশ্ববিদ্যালয়ে যাবার পথে নগরের দেওভোগ এলাকায় মগ্যার্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। বাধা দেওয়ায় ছিনতাইকারীরা সীমান্তকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ব্যাগ ও মুঠোফোন নিয়ে যায়। পরে ১৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সীমান্ত মারা যায়। গত ৮ ডিসেম্বর সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্যসচিব আরিফ সোহেলসহ নেতাদের বহনকারী একটি গাড়িতে ডাকাত দল আক্রমণ করে। এসময় নেতাদের মারধর করে মালামাল লুটে নেয়। গত ৫ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে সোনারগাঁও থানা ও বন্দর থানার মধ্যবর্তী স্থানে মো. আরিফ নামের এক ট্রাক চালককে অস্ত্র ঠেকিয়ে রডভর্তি ট্রাক ডাকাতি করে নিয়ে যায়। গত ২৭ নভেম্বর ফতুল্লার সস্তাপুরের গাবতলা মোড় এলাকায় শিল্পপতি রেজাউল করিম মালার বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটে। এদিন একদল ডাকাত জানালার গ্রীল কেটে বাসায় প্রবেশ করেন। পরে তারা ওই শিল্পপতির ছেলে ও ছেলের বৌয়ের হাত পা বেঁধে এলোপাথারী পিটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ৭লাখ টাকা ও ৪০ ভরি স্বর্নালংকার লুটে নেয়। ডাকাতরা যাওয়ার সময় দুটি গুলি রেখে যান তাদের ভয় দেখানোর জন্য। গত ২৫ অক্টোবর সকাল ৭ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় প্রাইভেটকার ছিনতাই করতে বাধা দেওয়ায় মো. হানিফ (৬০) নামের এক চালককে কুপিয়ে হত্যা করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা