
ডান্ডিবার্তা রিপোর্ট তপ্ত গরমে নারায়ণগঞ্জ শহরে লু-হাওয়া বইছে। সূর্য ঠিক মাথার উপরে। এমন সময় সবাই চায় একটু স্বস্তি আর আরাম। তবে যাদের কপালে লিখনিতে কষ্ট, দূর্ভোগ আর যন্ত্রণা, তাদের আবার কিসের স্বস্তি, কিসের আরাম? নিয়তি তাদের মেনে নিতেই হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের দুই নং রেলগেট এলাকায় সত্তরোর্ধ্ব মহিউদ্দিন মিয়ার সাথে কথা বলে এমনটাই জানা যায়। মহিউদ্দিন মিয়া পেশায় একজন পান বিক্রেতা। তিনি শহরের ফুটপাতে ফেরি করে পান বিক্রি করেন। মহিউদ্দিন মিয়ার সাথে এই প্রতিবেদকের যখন দেখা হয় তখনও তিনি কাঁধে ঝোলানো স্টিলের একটি চৌবা”চার মধ্যে পান সাঁজিয়ে, বিক্রির জন্য হেঁটে চলছিলেন। এ সময় তার সঙ্গে কথা বলার অনুমতি চাইলে তিনি স্টিলের পান ভর্তি থলেটা মাটিতে নামিয়ে রাখেন এবং কথা বলতে রাজি হন। সরল স্বভাবের মহিউদ্দিন মিয়া এক প্রশ্নের জবাবে, কাঁধের গামছা দিয়ে মুখ ও গলার ঘাম মুছতে মুছতে বলেন, ‘বাবা এই বয়স কামের না, তাও বাধ্য হইয়া কামে আসি। আমি অসু¯’ মানুষ। ওষুধের ট্যাকা জোগাড় করনের লাইগা হইলেও কাজে আসতে হয়। তারপরে চাউল, ডাউল, তেলের যেই দাম; কাম না করলে চলমু ক্যামনে, কন? আমার একমাত্র ছেলে হোসিয়ারীতে অল্প বেতনে চাকরি করে। এতে তো হয়না। বাসা ভাড়া, ওষুধ খরচ সব নিয়া অনেক ট্যাকা লাগে মাস শেষে। তাই এই অসুস্থ শইল নিয়াই পান বিক্রি করতে আসি, প্রতিদিন। আরাম আর সেবা আমগো গরীবের কপালে নাই বাবা।’ মহিউদ্দিন মিয়ার গ্রামের বাড়ি জামালপুরে। সেখানে তিনি কৃষি কাজের সাথে জড়িত ছিলেন। সেই কাজে আলো দেখতে না পেয়ে, ১০ বছর আগে স্ত্রী, তিন মেয়ে ও একমাত্র ছেলেকে নিয়ে চলে আসেন শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে। এরপর দীর্ঘ ৯ বছর বসবাস করেছেন নগরীর চাঁনমারী এলাকায়। সেখানেই সিকিউরিটি গার্ডের কাজ করে সংসার চালিয়েছেন। তিন মেয়েকে বিয়েও দিয়েছেন। সব মিলিয়ে ভালোই চলছিলো তার জীবন। তবে রাত জেগে ও চেয়ারে বসে বসে সিকিউরিটি গার্ডের চাকরি করতে গিয়ে অজনা এক রোগে আক্রান্ত হন তিনি। এতে সিকিউরিটি গার্ডের চাকরিটা চলে গেলে, অসু¯’ শরীর নিয়েই পান বিক্রি করতে রাস্তায় নামেন তিনি। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘একটা সিরাপ (ওষুধ) কিনতাম ২০ ট্যাকা দিয়া। গতকাইল কিনতে গিয়া দেখি, সেই সিরাপ ৩৫ ট্যাকা। কও বাবা, কই যামু? সারাদিনে পান বিক্রি করে ২০০ থেকে ২৫০ ট্যাকা কাম হয়। এই টেকা এক কেজি চাউল আর তেল কিনতেই শেষ। এরপর বাদবাকি খরচ জোগাড় করতেই জীবন শেষ।’
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯