
ডান্ডিবার্তা রিপোর্ট রূপগঞ্জ উপজেলার কাঞ্চন মাধবপুর এলাকায় জমজমাট মাদক ব্যবসা চলছে। মাদকের মধ্যে রয়েছে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট। সকাল থেকে গভীররাত পর্যন্ত মাদক কেনা-বেচা চললেও সংশ্লিষ্ট প্রশাসন যেন কিছুই জানেন না। এতে অসহায় হয়ে পড়েছেন ওই এলাকার নতুন বাসিন্দারা। অনেকের জমি কিনেছেন বাড়ি করবেন বলে। কিন্তু মাদক ব্যবসিোদরয় দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা। পূর্বাঞ্চলের জিন্দা পার্কের পেছনে বীরদর্পে একটি সিন্ডিকেট এই মাদক ব্যবসা করছে বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসিরা। শুধু তাই নয়, একটি চোর সিন্ডিকেটও রয়েছে এই মাদক ব্যবসায়িদের সাথে। প্রায় প্রতিদিনই কোন না কোন বাড়ি-ঘরে চুরি হচ্ছে। চোরের দল নিয়ে যাচ্ছে মূল্যবাদ মালামাল। বাড়ি-ঘর নির্মাণের সামগ্রী সবচেয়ে বেশি চুরি হচ্ছে। চোরের উপদ্রপে রীতিমত সাধারণ মানুষের ঘুম হারাম হয়ে গেছে। মজার বিষয় হলো- মাদক ব্যবসায়ি ও চোরের রাজত্ব চললেও এলাকাবাসী আইনশৃংখলা বাহিনীর তেমন একটা তৎপরতা দেখছেন না অপরাধ দমনে। ফলে অসহায় হয়ে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের তথ্যমতে, মাদকের ডিলার দুলাল ভান্ডারী, গফ্ফার, জেকশন রোজারিয়া, শিশির রোজারিয়া হচ্ছে মাদক বিক্রির মূলহোতা। এরমধ্যে বাংলা মদের একমাত্র ব্যবসায়ি হচ্ছে জেকশন রোজারিয়া। শিশির রোজারিয়া গাজীপুর থানার ওয়ারেন্টভুক্ত আসামী হলেও পুলিশ তাকে ধরছে না বলে অভিযোগ রয়েছে। এছাড়া গফ্ফারের বিরুদ্ধে তার স্ত্রীকে মেরে ফেলার অভিযোগ এলাকারবাসীর মুখে মুখে। স্থানীয়দের তথ্যমতে, মাদক ব্যবসায়ি এই সিন্ডিকেটের সদস্যরা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত ইউপি সদস্য মুজিবুর মেম্বার এবং সোহেলের লোক হিসেবে এলাকায় পরিচিত। ফলে কেউ প্রতিবাদ করার সাহস করে না। মাদক ব্যবসায়ি এই সিন্ডিকেটের কারণে এলাকার স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে। তাই এলাকাবাসী এই মাদক ব্যবসায়িদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে ইউপি সদস্য মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে তার ব্যক্তিগত সেল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আতাউর বলেন, মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ থানা পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। এ বিষয়ে কারো সাথে কোনো আপোষ নেই। মাধবপুর এলাকায় বিষয়টি আমরা আরও গুরুত্বসহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯