আজ সোমবার | ২১ জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২ | ২৫ মহর্‌রম ১৪৪৭ | রাত ৮:১৪

না’গঞ্জে বিএনপি শক্তিশালী হচ্ছে

ডান্ডিবার্তা | ২১ জুলাই, ২০২৫ | ১০:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আগামী জাতীয় সাংসদ নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে গত ১০ দিন যাবৎ লাগাতার হাজারো হাজারো বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বিভিন্ন দিন বিভিন্ন সংগঠনের নেতারকর্মীবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জড়ো ও একত্রিত হয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রধানকারীসহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারী ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে নিজেদের শক্তির জাগান দিচ্ছেন। এদিকে দলটির নেতারা জানিয়েছেন, তৃণমূলের ধারাবাহিক চাপের কারণেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা। দলের সব পর্যায়ের নেতাকর্মীরাই মনে করেন, তারেক রহমানকে দ্রæত দেশে ফেরত আনতে ও অন্তবর্তীকালীন সরকারকে দ্রæত ফেব্রæয়ারী মাসের মধ্যে নির্বাচনের দাবি আদায়ে মাঠে শক্তি প্রদর্শনের বিকল্প নেই হিসেবে বর্তমানে নিয়মিত নানা কর্মসূচির মাধ্যমে মাঠে রয়েছে বিএনপি নেতাকর্মীরা। এদিকে কিছুদিন পূর্বে লন্ডন বৈঠকের পর দেশে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে সৃষ্ট সংশয় কেটে গেছে বলে মনে করে বিএনপি ও ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকরা। আগামী বছরের ফেব্রæয়ারিতে নির্বাচন ধরে শরিক দলগুলোর শীর্ষ নেতারা এরই মধ্যে কৌশলে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। আসন চূড়ান্ত না হলেও নির্বাচনী এলাকায় যাতায়াত বাড়িয়েছেন তারা। এলাকায় সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি করছেন সুধী সমাবেশ, অব্যাহত রেখেছেন প্রাথমিক গণসংযোগ কর্মসূচিও। তবে আসন বণ্টন নিয়ে মিত্রদের সঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো আলোচনা করেনি বিএনপি। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার প্রত্যাশায় থাকা দলটি আসন বণ্টনের কাজটি করতে চায় ‘উপযুক্ত সময়ে’। মূলত নির্বাচন আরও ঘনিয়ে এলে, অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণার পরই এই কাজটি শুরু করতে চায় বিএনপি। এদিকে বর্তমানে নিজেদের অবস্থান জানান দিতে একের পর এক বিশাল বিশাল শোডাউন মিছিলের মাধ্যমে জনমনে বিএনপির আলোরণ সৃষ্টি করছে। তা ছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকার মিটফোর্ডে ভাঙ্গারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ সোহাগের হত্যা ঘিরে ‘অপপ্রচারের’ বিরুদ্ধে রাজপথে কঠিন অবস্থান জানান দিয়েছে বিএনপি। একই সঙ্গে যেকোনো মূল্যে আসছে ফেব্রæয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারেও দ্ব্যর্থহীন প্রতিক্রিয়া দিয়েছেন দলের শীর্ষ নেতারা। ইতিমধ্যে তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সারাদেশের সকল জেলা ও মহানগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। যাকে ঘিরে ঢাকার লাগায়ো নারায়ণগঞ্জসহ আশপাশের জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকায় কেন্দ্রীয় ছাত্রদলের পোগ্রামে অংশগ্রহণ করেছেন। আবার অনেকেই নিজ নিজ জেলা ও মহানগরে করেছেন বিক্ষোভ মিছিল। এদিকে গত ১৬ জুলাই ফতুল্লা থানা ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, কৃষকদলসহ সকল অঙ্গসংগঠন একত্রিত হয়ে তারেক রহমানকে নিয়ে কুটক্তিকারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। একই সাথে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল বিশাল আকারে বিক্ষোভ মিছিল পালন করেন। পরবর্তীতে গত ১৭ জুলাই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল বিশাল বিক্ষোভ মিছিলের মাধ্যমে নিজেদের অবস্থান জাগান দেন। পরবর্তীতে গত ১৮ জুলাই মহানগরে মৌন মিছিল ও জেলায় ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রতিবাদ মিছিল। সর্বশেষ গত ১৯ জুলাই জেলা বিএনপির বিক্ষোভ মিছিল একই দিনে মডেল মাসুদুজ্জামান মাসুদের পক্ষে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলগুলোসহ প্রতিটি মিছিলেই সকল থানা, ওয়ার্ড, ইউনিয়নের নেতাকর্মীরা আলাদা আলাদাভাবে ব্যানারে ফেস্টুনে-সুজ্জিত হয়ে নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে উপস্থিতির মাধ্যমে শক্তি জাগান দিতে থাকে বিএনপি নেতাকর্মীরা। এ ছাড়া ইতিমধ্যে জুলাই গণঅভুন্থানে সকল শহীদদের স্মরণে মাসব্যাপী ঘোষিত কর্মসূচি পালিত হবে। সেই হিসেবে বর্তমানে বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দোয়াসহ বর্তমানে বিএনপির বিরোধীতা করা ইসলামী আন্দোলন-জামায়েত ইসলামী, শিবিরের বিরুদ্ধে মাঠে শক্ত অবস্থানে বিএনপি নেতাকর্মীরা। একই সাথে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি নিজ নিজ নির্বাচনী আসনে মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ এলাকা গোছাতে কাজ করছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা