
ডান্ডিবার্তা রিপোর্ট
দীর্ঘ এক যুগ পর ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত পাঁচটি ইউনিয়নে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসীন হতে অনেকে ইতিমধ্যেই লবিং-তদবির শুরু করেছেন। জানা গেছে, ইউনিয়ন কমিটি গঠনের প্রক্রিয়াকে সামনে রেখে নড়েচড়ে বসেছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন ও সদস্য সচিব রাসেল মাহাম্মুদ। তারা যোগ্য ও ত্যাগী নেতাদের দিয়েই নতুন নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের সক্রিয় নেতাদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। আগ্রহী নেতাকর্মীরাও তাদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করছেন। আরও জানাগেছে, আগামী কয়েকদিনের মধ্যেই ফতুল্লা, এনায়েতনগর, বক্তাবলী, কুতুবপুর ও কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে। আর সেই নতুন কমিটিতে বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনা আমলে রাজপথের ত্যাগী ও নির্যাতিত এবং পরিক্ষীত নেতাকর্মীদেরকে মূল্যায়ন করা হবে। আর সেই কমিটিতে ফ্যাসিবাদের দোসর ও সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীদের স্থান হবে না। এ প্রসঙ্গে আহ্বায়ক জাকির হোসেন রবিন ও সদস্য সচিব রাসেল মাহাম্মুদ বলেন, “গত ১২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ভাই আমাদের আগামী ১০দিনের মধ্যে ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেন। সে নির্দেশনা অনুযায়ী পাঁচ ইউনিয়নে কমিটি গঠন করা হবে।” তারা আরও বলেন,“স্বৈরাচারী শেখ হাসিনার আমলে গত ১৬ বছরে যারা আমাদের সাথে রাজপথে আন্দোলন-সংগ্রামে হামলা, মামলা, জেল-নির্যাতনের শিকার হয়েছেন, সেসব ত্যাগী নেতাকর্মীদের দিয়েই নতুন কমিটি গঠন করা হবে। আমাদের লক্ষ্য ত্যাগী নেতাদের মূল্যায়ন করা। আওয়ামী লীগের দোসর, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের এই কমিটিতে কোনো স্থান দেওয়া হবে না।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯