
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বন্দর প্রেসক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ওই অভিষেক অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা রিপোর্টারস ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক) এর সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের সদস্য আলাউদ্দিন আরিফ অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, বন্দর থানার ওসি লিয়াকত আলী, ইন্সপেক্টর (তদন্ত) আনিসুর রহমান, সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ও বর্তমান কমিটিরসহ সভাপতি মামুন মিয়া সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, নির্বাহী সদস্য হাজী নাসির উদ্দিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা জি এম মাসুদ, সরদার মো: আলীম, মো: কবির হোসেন, সহ সভাপতি দীন ইসলাম দীপু, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, সবুজ মাহমুদ, অর্থ সম্পাদক লতিফ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজামাল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম টুটুল, সদস্য মেহেবুব মিয়া, মেহেদী হাসান মুন্না, মামুনুর রহমান প্রমুখ। কোরআর তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। অনুষ্ঠানে মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বলেছেন, মফস্বল সাংবাদিক আর কেন্দ্রীয় সাংবাদিক বলে কিছু নেই। আমরা সবাই গণমাধ্যম কর্মী সবাই সাংবাদিক। তবে স্থানীয়ভাবে যারা পত্রিকাগুলোতে কাজ করেন তারা জীবনের ঝুঁকি নিয়েই কাজ করেন।কিন্তু ঠিকমতো তারা বেতন ভাতা পান না। ওয়েজবোর্ড অনুযায়ী তাদের বেতন ভাতা পরিশোধ করা হয় না। স্থানীয় সাংবাদিকদের ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন ভাতা পরিশোধ করা উচিত। যে সমস্ত পত্রিকা ওয়েজ বোর্ড বাস্তবায়নে ব্যর্থ সেগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। অনুষ্ঠানের উদ্বোধক নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “একটা কথা বিরাজমান, হলুদ সাংবাদিকতা। এই শব্দটা এখন ডেঙ্গুর মতো অবস্থা। এটা আমাদের কাছে দুঃখজনক। যারা সততার সাথে সাংবাকিদতা পেশাকে বেছে নিয়েছেন তাদের জন্য এইটা আরও কষ্টকর। আপনাদের ঘর, আপনাদেরই ঠিক রাখতে হবে। সংবাদ প্রকাশ করার আগে অবশ্যই যাচাই-বাছাই করা উচিত।” তিনি বলেন, “সংবাদে বিশেষ বিশ্লেষণ করে প্রকাশ করা ভালো। একটি দুঃসময় আমরা পার হয়ে এসেছি। চার সংবাদপত্র ছাড়া বাকি বিলুপ্ত করা হয়েছিল। এখন সাংবাদিক পেশা মহান হিসেবে ধরে রাখতে হবে। রাজনীতিবিদ সাথে সাংবাদিক সম্পর্ক পারিবারিকভাবে হয়ে যায়। আমাদের কর্মদক্ষতা সাংবাদিকরা লিখনি মাধ্যমে প্রকাশ করেন। সাংবাদিকদের দক্ষতার কারণে আমাদের কাজের গতি বৃদ্ধি পায়।” বন্দর প্রেস ক্লাবের নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, “বন্দর প্রেস ক্লাবকে একটি জমি দিতে আমরা সক্ষম হয়েছিলাম। এই কথাটি আজকে আপনারা আজ স্বীকার করলেন। এইটা আমার না, বেগম খালেদা জিয়ার কৃতিত্ব। তিনি সুযোগ করে দিয়েছিলেন বলেই আমরা পেরেছি। অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সাবেক এমপি এড. আবুল কালাম। পরিশেষে প্রেসক্লাবের সকল সদস্যকে সন্মাননা ক্রেষ্ট দেয়া হয়।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯