
ডান্ডিবার্তা রিপোর্ট
বিশ্ব গণতন্ত্র দিবসে গণতন্ত্র রক্ষায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। মাসুদুজ্জামান মাসুদ বলেন, “গণতন্ত্র কেবল রাজনৈতিক অধিকার নয়, এটি মানুষের জীবনের নিরাপত্তা, ন্যায়বিচার, সমতা ও স্বাধীনতার নিশ্চয়তা। অথচ আজ দেশে গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। সারা দেশে মব সন্ত্রাস, চুরি-ছিনতাই বেড়ে যাওয়া এবং নৈরাজ্যকর পরিস্থিতির একমাত্র সমাধান নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা। গণতন্ত্র মানে শাসন নয়, সেবা। যেখানে সিদ্ধান্তের উৎস জনগণ, আর লক্ষ্য জনগণের কল্যাণ। এই বিশ্বাসকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে গণতন্ত্রের পথে।”তিনি আরও বলেন, “বাংলাদেশের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে পথ দেখিয়েছিলেন, আজ আবার সেই পথেই আমাদের হাঁটতে হবে। বেগম খালেদা জিয়ার অবদান গণতন্ত্রে এবং তারেক রহমানের অবদান ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আজকের প্রজন্মের অনুপ্রেরণা। নারায়ণগঞ্জ প্রসঙ্গে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমি নারায়ণগঞ্জের সন্তান হিসেবে প্রত্যক্ষ করেছি, ফ্যাসিবাদী শাসন নারায়ণগঞ্জবাসীকে অনিশ্চয়তা ও দুরবস্থার মধ্যে ফেলেছে। বিশ্ব গণতন্ত্র দিবসে আমি শপথ করছি, নারায়ণগঞ্জে আর কোনো ফ্যাসিবাদী শাসন চলবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে একটি নতুন, গণতান্ত্রিক এবং উন্নত নারায়ণগঞ্জ গড়ে তুলব। আসুন, আমরা সবাই মিলেই গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হই। ভোটাধিকার প্রতষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাই। আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯