আজ সোমবার | ২১ জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২ | ২৫ মহর্‌রম ১৪৪৭ | রাত ৮:২৮

না’গঞ্জে ড্রেনে বিকট শব্দে বিস্ফোরণে এলাকায় আতঙ্ক

ডান্ডিবার্তা | ০১ এপ্রিল, ২০২৩ | ১২:৪৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের শহীদ নগর এলাকায় পয়নিষ্কাশনের একটি ড্রেনে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় শহীদনগরের আইভী সড়কের সুকুমপট্টি জামে মসজিদের সামনের ড্রেনে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। বিস্ফোরণে মসজিদের সামনে ড্রেনের একটি স্লাব উড়ে যায়। ওই স্লাবের একশ থেকে দেড়শ ফুট দূরে অপর একটি স্লাব বিস্ফোরণে একই ভাবে উড়ে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দে হওয়া বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে উঠে। আতঙ্কিত হয়ে শত শত মানুষ রাস্তায় নেমে আসে। স্থানীয় বাসিন্দা কালাম মিয়া বলেন, ঘটনার সময় সুকুমপট্টি জামে মসজিদে তারাবী নামাজ চলছিল। রমজান মাস হওয়ায় রাস্তায়ও লোকজনের চলাচল কম ছিল। ফলে বিস্ফোরণে একশ থেকে দেড়শ ফুট ব্যবধানে ড্রেনের দু’টি স্লাব উড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণের কারণে বিকট শব্দে পুরো এলাকা ভূমিকম্পের মতো কেঁপে উঠে। বিস্ফোরণের পর ড্রেন থেকে দীর্ঘ সময় ধরে ধোঁয়া উঠতে দেখা যায়। কালাম আরও বলেন, ঘটনাটি স্থানীয় কাউন্সিলর কামরুল হাসান মুন্নাকে জানানো হয়েছে। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা