আজ মঙ্গলবার | ২২ জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২ | ২৬ মহর্‌রম ১৪৪৭ | রাত ১২:২১

চাষাড়ায় বিএনপির অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের দু’গ্রপের হাতাহাতি

ডান্ডিবার্তা | ০২ এপ্রিল, ২০২৩ | ১২:১৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপি’র যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এ কর্মসূচিতে ছাত্র দলের দুই গ্রুপের হাতাহাতি ও ধস্তাধস্তি চেয়ার ভাংচুর। তখন সমাবেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গতকাল শনিবার শহরের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করার সশয় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকএড. আব্দুস সালাম আজাদ, বিশেষ অতিথি ঢাকা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। এদিকে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দল, কৃষকদল, মৎস্যজীবী দল, তাঁতীদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি এবং সরকারের পদত্যাগসহ ১০দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে অংশগ্রহণ করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা