
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলনের পরে কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে তৃনমূল নেতাকর্মীরা উজ্জীবিত হতে শুরু করেছে। বর্তমান চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিরোধী দলকে মোকাবেলা করতে কেন্দ্রীয় নেতাদের দিক নির্দেশনা নিয়ামক হিসাবে কাজ করবে বলে মনে করেন আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের রাজনীতিতে বরাবরই আওয়ামীলীগ শক্ত অবস্থানে থাকে। আর এর কৃতিত্ব শামীম ওসমানের বলে মনে করেন নেতাকর্মীরা। যা অকপটে স্বীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতারা। আর এতে করে নারায়ণগঞ্জে আওয়ামী রাজনীতি আরো দৃঢ় ভাবে এগিয়ে যাবে বলে মনে করেন নেতাকর্মীরা। তবে তাদের দাবি যদি নারায়ণগঞ্জ আওয়ামীলীগের দুই মেরুর বিরোধ না থাকতো তবে সারা দেশের মধ্যে নারায়ণগঞ্জে আওয়ামী রাজনীতি একটি মডেল হিসাবে বিবেচিত হতো। তাই নেতাকর্মীরা আর বিভেদ নয় ঐক্য চান। যেহেতু নারায়ণগঞ্জ রাজধানীর পাশের জেলা তাই এ জেলার রাজনীতি জাতীয় পর্যায়ে অনেক গুরুত্ব বহন করে। কারণ নারায়ণগঞ্জ হলো আওয়ামীলীগের সুতিকাগার। এখানে শামীম ওসমানের মত বিশ্বনন্দিত নেতার বসবাস। যিনি দলের জন্য অনেক ত্যাগ ও জীবনের ঝুঁকি নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে সবসময় কাজ করে যাচ্ছেন। যার নেতৃত্বে বিশাল কর্মী বাহিনী রয়েছে যা অন্য কোন নেতার নেই। একথা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বীকার করে ঢাকার একটি সভায় বলেছেন। তার প্রমাণও পেয়েছেন গত রবিবার নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলনে। লাখো লোকের সমাগমে নারায়ণগঞ্জে জেলা আওয়ামীলীগের সম্মেলন করে শামীম ওসমান দেখিয়ে দিয়েছেন তিনি করতে পারেন। আর এজন্য এ সম্মেলনে এসে প্রধানমন্ত্রীর বক্তব্য দিতে গিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জে আওয়ামীলীগের জন্ম। ভাষা আন্দোলনের সুতিকাগার এই নারায়ণগঞ্জ। শামসুজ্জোহা সাহেবের নারায়ণগঞ্জ, মোস্তফা সারোয়ারের নারায়ণগঞ্জ। সংগ্রামী নারায়ণগঞ্জের এক নেতা শামীম ফাইটার পলিটিশিয়ান। শামীম লিডার অব অ্যাকশন। তার সঙ্গে নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের জনমানুষের মেয়র সেলিনা হায়াৎ আইভী। এবং আজকের সভায় একই মঞ্চে দুজন এসেছেন। আমি অসুস্থতার পর প্রথম সরাসরি নারায়ণগঞ্জে একটি জনসভায় এসেছি। ভার্চুয়ালি অনেক সভা করেছি। আমার আসা সার্থক হয়েছে। কারণ এখানে একই মঞ্চে শামীম-আইভীসহ সবাই বসে আছে। নারায়ণগঞ্জের শক্তি হচ্ছেন এরা। আমাদের নারায়ণগঞ্জে এখানে লক্ষ লোক এসেছে। লক্ষ লোক আমাদেরই। এই লক্ষ লোক নিয়েই অ্যাকশন হবে। নারায়ণগঞ্জের মানুষ সংগ্রামী। এখন নদী তরঙ্গ বিক্ষোভ হচ্ছে। নভেম্বরে সাগর, ডিসেম্বর বিজয়ের মাস, এই মাসে জনতার সমুদ্রের গর্জন হবে। ফখরুল সাহেব কান পেতে শুনতে থাকুন। তরঙ্গ বিক্ষোভের পর আসবে সাগরের গর্জন। শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে যে ব্রিজ আমার বড় ভাই নাছিম ওসমানের নামে করা হয়েছিলো সে ব্রিজের সময় জাতির পিতার কন্যা যে বক্তব্য দিয়েছিলেন সে বক্তব্যে তিনি খান সাহেব ওসমান আলীর সম্পর্কে বলেছেন, বায়তুল আমান সম্পর্কে বলেছেন, নারায়ণগঞ্জের বায়তুল আমান ছিলো বাংলাদেশ আওয়ামীলীগের ঘাটি। উনি বলেছেন আমার পিতার কথা ওনাকে মুক্ত করতে গিয়ে সেদিন গুলি খেয়েছেন, উনি বলেছেন আমার বড় ভাই নাছিম ওসমানের কথা, বঙ্গবন্ধু হত্যার পর তার নববধুকে রেখে সেইদিন হাতে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছিলেন, এরপরে আর আমার চাওয়া পাওয়ার কিছু নাই। তিনি আরও বলেন, সেদিন একটা কথা আমার খারাপ লেগেছিলো, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, জাতির পিতার কন্যা আমাদের মা বলেছেন, নারায়ণগঞ্জ আওয়ামীলীগের ঘাটি ছিলো, ছিলো বলেছেন। খান সাহেব ওসমান আলী, এ কে এম সামসুজ্জোহা ঘাটি ছিলো, আমরা এই ছিলোতে থাকতে চাই না। আওয়ামীলীগের সমস্ত নেতাকর্মীর সামনে বলতে চাই আকাশে শকুন উড়ছে মানচিত্রে থাবা দিবে, আমাদের ছিলো কে আমরা প্রমান করতে চাই নারায়ণগঞ্জে আওয়ামীলীগের ছিলো, নারায়ণগঞ্জে ঘাটি আছে এবং নারায়ণগঞ্জে ইনশাআল্লাহ ভবিষ্যতেও আওয়ামীলীগের ঘাটি থাকবে। নেতাদের বক্তব্যে উচ্ছিত নেতাকর্মীরা। আগামী আন্দোলন সংগ্রামে আওয়ামীলীগকে সকল ষড়যন্ত্রের মোকাবলা করতে প্রস্তুত রয়েছে বলে তৃনমূল নেতাকর্মীরা জানান। তারা বলেন, নারায়ণগঞ্জে আওয়ামীলীগের সৃষ্টি আর নারায়ণগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাঁটি। বিরোধী দল যতই গর্জন শুনাক তাতে কোন ভ্রুক্ষেপ নেই আওয়ামীলীগের। তবে আমরা সকলে বিরোধ ভুলে ঐক্য হয়ে থাকতে চাই।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯