
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সদর উপজেলার গাবতলী এলাকায় বেশ কয়েকটি দোকানপাটে ভাংচুর, এলাকাবাসীকে মারধর করাসহ তান্ডব চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসময় এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হলেও এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করাসহ হামলার কারণ সম্পর্কে খোঁজ নেয় পুলিশ। তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার সুস্পষ্ট কারণ জানাতে পারে নি তারা। স্থানীয়রা জানায়, গত রবিবার রাত সোয়া সাতটার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং বাহিনী অতর্কিতভাবে হামলা চালায় গাবতলী এলাকায়। স্থানীয় ওয়ার্ড মেম্বার কামরুল হাসানের বাড়ির আশেপাশের বেশ কয়েকটি দোকানে হামলা ও ভাংচুর করা সহ আশেপাশের সকলকে মারধর করে তারা। তাদের হাতে ছিলো লোহার রড, লোহার পাইপ, ধারালো ছুরি, কেচিসহ অন্যান্য দেশীয় অস্ত্র। এরা ইসদাইর কাপুইরা পট্টি এলাকার সন্ত্রাসী হাসান-হোসেন বাহিনীর সদস্য বলেও জানায় স্থানীয়রা প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সন্ধ্যার পরপরই হঠাৎ করে গাবতলী মোড়ের মনিরের হোটেলের কর্মচারী আব্দুল্লাহ, গার্মেন্টস শ্রমিক সেলিম ও মামুনের উপর হামলা চালায় একদল স্বশস্ত্র সন্ত্রাসী বাহিনী। সন্ত্রাসীদের সকলেই কিশোর বয়সী এবং তারা আব্দুল্লাহকে মারধর করা সহ আশেপাশে যাকে পেয়েছে তাকেই বেদম পিটিয়েছে সন্ত্রাসীরা। মারধরের শিকার আব্দুল্লাহ, সেলিম ও মারুফ জানায়, শবে বরাতের রাতে মাসদাইর সিটি কেন্দ্রীয় জামে মসজিদে দুই গ্রæপের সংঘর্ষ লাগে। এসময় আমরাসহ উপস্থিত অনেকেই সেই ঘটনা দেখেছিলাম। আমাদেরকে প্রতিপক্ষ গ্রæপের সদস্য মনে করে এই হামলা চালায় বলে জানায় তারা। খবর পেয়ে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার কামরুল হাসান ও ফুটবলার মনির এলাকাবাসীকে নিয়ে এগিয়ে আসলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে কামরুল হাসান জানান, আমি আমার অফিসের মধ্যেই ছিলাম। হঠাৎ করে সন্ধ্যায় সোয়া সাতটার দিকে মানুষের হৈ চৈ শুনতে পেয়ে অফিস থেকে বেরিয়ে দেখি ৪০/৫০ জনের একটি গ্রæপ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মানুষকে পেটাচ্ছে এবং দোকানপাটে ভাংচুর করছে। এসময় আমি সহ এলাকাবাসী এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। এদিকে, ঘটনাস্থলে উপস্থিত হওয়া ফতুল্লা থানা এস আই ইমরান জানান, খবর পেয়ে ওসি স্যারের নির্দেশে আমি গাবতলীতে যাই, কিন্তু আমি যাওয়ার আগেই অপরাধীরা চলে যেতে সক্ষম হয়। হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেন নি এই পুলিশ সদস্য।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯