আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ৮:৩৭

না’গঞ্জে অনেকে আ’লীগের প্রভাব বিস্তার করে গড়েছে সম্পদের পাহাড়

ডান্ডিবার্তা | ৩১ আগস্ট, ২০২৪ | ৯:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা কালে আওয়ামীলীগের এমপি ও মেয়রের প্রভাব খাটিয়ে খুন, গুম ও অনিয়ম আর দুর্নীতি করে সম্পদের পাহাড় বানিয়েছে নিন্ম আয়ের কর্মচারী থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা। এমনটা অভিযোগ শামীম ওসমান ও মেয়র আইভীর কয়েকজন ঘনিষ্টের। তারা অভিযোগ করেন, নারায়ণগঞ্জে বহুল আলোচিত ৭ খুনের ঘটনাটি ঘটে আওয়ামীলীগের প্রভাবশালী এমপি শামীম ওসমানকে বিশেষ সুবিধা দিতে। যা ইতিমধ্যে স্বীকার করেছে তৎকালিন র‌্যাব কর্মকর্তা। এছাড়া নারায়ণগঞ্জে আরেকটি আলোচিত হত্যান্ড ঘটে ২০১৩ সালের ৬ মার্চ। নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র ত্বকীকে অপহরন করে নিয়ে গিয়ে হত্যার পর লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ত্বকী হত্যার তদন্ত করতে গিয়ে র‌্যাব কর্মকর্তা লে: কর্ণেল জাহাঙ্গীর আলম ৩জনকে গ্রেফতার করে। এর মধ্যে সুলতার শওকত ভোমরকে ১৬৪ ধারায় জবানবন্ধী নেয়। ভোমর বলে আজমেরী ওসমানের টর্চার সেলে ত্বকীকে হত্যা করে আজমেরী ওসমান ভোমর ও কালামকে বলে কাজ শেষ লাশটা যেখানে খুশি ফেলে দিয়ে আয়। র‌্যাবের তদন্ত যখন ওসমান পরিবারের নাম বেরিয়ে আসতে শুরু করলো তখন শেখ হাসিনার নির্দেশে ত্বকী হত্যার তদন্ত কাজ থেমে যায়। ঐ সময় সেই র‌্যাব কর্মকর্তকে সরিয়ে নেয়া হয়। শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিল ওসমান পরিবারের দায়িত্ব আমি নিয়ে নিলাম। সে থেকে ওসমান পরিবারের লোকেরা আরো বেপরোয়া হয়ে উঠে। শামীম ওসমানের প্রত্যক্ষ মদদে তার ঘনিষ্ট শতাধিক কর্মী গত ১৬ বছরে বিপুল পরিমান অর্থবিত্তের মালিক হয়। এদের কেউ কেউ শত কোটি টাকার মলিক হয়েছে বলেও মাঠ পর্যায়ের আওয়ামী নেতাকর্মীদের অভিযোগ। এদের ব্যবহার করে তখন শামীম ওসমান প্রকাশ্যে বক্তব্যে বলে নারায়ণগঞ্জে খলো হবে। কে খেলবে আয়। তার সেই বক্তব্যের প্রমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে আগ্নে অস্ত্র নিয়ে গুলি করে নারায়ণগঞ্জে ত্রাস সৃষ্টি করা। অপরদিকে নারায়ণগঞ্জে ্টারেক প্রভাবশালী মেয়র যিনি দেশের প্রথম নারী মেয়র সেলিনা হায়ত আইভী। তার ব্যক্তিগত সহকারি আবুল যার মাসিক বেতন ৩৫ হাজার টাকা। তিনি নারায়ণগঞ্জ ও বন্দরে গড়েছেন সম্পদের পাহাড়। আবুলের রয়েছে বিশার ফার্নিচারের দোকান। তার স্ত্রীর নামে বন্দরে ৩টি জমি। এছাড়াও তিনি ভ্রমণ পিপাসু। অবৈধভাবে অর্থ হাতিয়ে নিয়ে বেশ কয়েটি দেশে ভ্রমণ করেছেন। সিটি করপোরেশনের আরেকজন মেয়র আইভীর গাড়ি চালক বিল্লার যার রয়েছে শহরের বরফকল ও পানির কল এলাকায় ২টি আধুনিক ফ্লাট। তার এ প্লাট সাজাতে লাখ রাখ টাকা খরচ হয়েছে। যা সবই অবৈধ উপার্জন। ারেকজনের নাম চলে আসে। যিনি মেয়র আইভীর নিরাপত্তা রক্ষ কনস্পেবল শফিক। তার ছিল শহরের বিভিন্ন স্ট্যান্ডের চাঁদার ভাগ। গাছ কেরার টাকা নিয়ে নয়ছয় করার অভিযোগ রয়েছে। সে বিশেষ তদবীরে মেয়র আইভীর নিরাপত্ত রক্ষীর দায়িত্ব পালন করেন ১৩ বছর। এভাবেই আওয়ামলিীগ ক্ষমতায় থাকতে মেয়র এমপিদের প্রভাব খাটিয়ে তাদের সহযোগিরা হয়েছে কোটিপতি আবার কেহ নির্বিঘেœ করেছে খুন খারাবি। নারায়ণগঞ্জটাকে তারা একেবারেই জিম্মি করে রেখেছিল। যা বেসরকাটি টিভির প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে সিটি করপোরেশেনর নির্বাহী জাকির হোসেন বলেন, আমাদের সিটি করপোরেশনের যে কোন কর্মকর্তা ও বা কর্মচারী দুর্নীতির সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া শামীম ওসমানের প্রভাব খাটিয়ে শাহ নিজাম, শাহাদাত হোসেন সাজনু, মীর হোসেল, তানভীর আহমেদ টিটু, আবু হাসনাত বাদল, কাউন্সিলর মতিসহ অনেকেই। নারায়ণগঞ্জের বিভিন্ন সেক্টর দখল করে নারায়ণগঞ্জে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আর তারা বিভিন্ন সেক্টর থেকে অবৈধ ভাবে জনগণকে ধোকা দিয়ে কোটি কোটি টাকা লুটপাট করেছে। দীর্ঘ ১৬টি বছর তাদের বিরুদ্ধে মুখ খুলে কেহ কথা বলাতে পারেনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা