আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ৮:৪৩

শাহ নিজামের দোসর চুন্নুসহ মিথুনগংদের গ্রেফতার দাবী!

ডান্ডিবার্তা | ০৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:১৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। আর সেই স্বৈরাচারীনি শেখ হাসিনার আরেক গড ফাদার শামীম ওসমানের সেকেন্ড ইন কমান্ড শাহ নিজামের একান্ত সহযোগি আবদুর রশিদ মিথুন ও মোফাজ্জল হোসেন চুন্নু বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক হত্যা মামলা হলেও এখনও এলাকাতে বীরদর্পে বুক ফুলিয়ে নির্বিগ্নে চলাচল করছে। নয়ামাটি লামাপাড়া এলাকার বাসিন্দাগন জানান, অত্র এলাকাতে এমন কোন অপরাধ কর্ম বাদ ছিলনা যা চুন্নু-মিথুনগংদের মাধ্যমে হয়নি। জমি দখল, ঝুট সন্ত্রাসী, মাদক বিক্রি,চাদাঁবাজিসহ সকল প্রকার অপকর্মে অব্যস্ত ছিলো তারা। গত ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও তার অপরাধচক্রের সদস্য চুন্নু-মিথুনরা এখনও এলাকাতে প্রকাশ্যে চলাচল করছেন এবং পুর্বের ন্যায় বর্তমানে সাধারন মানুষকে হয়রানী করে যাচ্ছে। গত কয়েকদিনে ফতুল্লা মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জে নিহতের স্বজনরা ফতুল্লা মডেল থানায় কয়েকটি মামলা দায়ের করেছেন। তার মধ্যে অন্তত ৩/৪টি মামলায় আসামী হয়েছেন শাহ নিজামের অপরাধ জগতের অন্যতম নক্ষত্র চুন্নু ও মিথুনসহ তার সাঙ্গপাঙ্গরা। এতগুলো হত্যা মামলার আসামী হয়েও কিভাবে তারা এখনও এলাকাতে প্রকাশ্যে অপরাধ করে যাচ্ছে তা বোধগম্য হচ্ছেনা স্থানীয়দের। তারা আরও জানান, চুন্নু-মিথুন ছাড়াও তাদের সাঙ্গপাঙ্গ পিয়ার আলীর দুই ছেলে মাদক ব্যবসায়ী বিল্লাল ও স্বপন, মনু মিয়ার ছেলে মুন্না হত্যা মামলা আসামী হয়েছেন। এছাড়াও তাদেও সহযোগি ফেন্সি ফজল, মনির হোসেন, সহিদ, সেন্টু, হৃদয়, ইব্রাহিম, মুক্তার, মামুনগংরা এখনও প্রকাশ্যে নয়ামাটি-লামাপাড়া এলাকাতে ব্যাপক অপকর্ম চালাচ্ছে। স্থানীয় কয়েকটি গার্মেন্টস থেকেও জোড়পুর্বক ঝুট নামিয়ে নিচ্ছে বলে জানান স্থানীয়রা। ছাত্র-জনতার আন্দোলনে নিহত স্বজনদের দায়েরকৃত একাধিক মামলার আসামী চুন্নু-মিথুনগংদের গ্রেফতারের জন্য সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহবান জানান নয়ামাটি-লামাপাড়া এলাকার সর্বস্তরের সাধারন মানুষ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা