
ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা-গুলিবর্ষনের অভিযোগে শামীম ওসমান, অয়ন ওসমানও শাহ নিজামসহ ৬০ জনের নাম উল্লেখ করে ও ২০০/৩০০ জনের নামে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার ফতুল্লার কুতুবপুর লামা পাড়া এলাকার লামাপাড়া, সাদেক আলীর ছেলে আহম্মদ আলী বাদী হয়ে এই মামলা দায়ের করে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ‘গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন অবস্থায় ছাত্র জনতার সাথে মিছিলে জেলা পরিষদ ফুটওভার ব্রীজের পাশে বাদী ও তার ভাতিজা মোঃ মাহিম ইসলাম (১৯) অংশগ্রহন করে। এসময় দুপুর অনুমান ২ টায় আসামীরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, পিস্তল, রিভলবার, সেমি অটোমেটিক মেশিনগান, শটগান, রামদা, চাপাতি, হকিস্টিক, চাইনিজ কুড়াল, তলোয়ার নিয়ে অনবরত গুলি করতে থাকে। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ সন্ত্রাসীদের ইট, পাটকেল ও লাঠির আঘাতে বাদীর দুই হাতের কব্জি ভেঙ্গে যায়। এর সাথে বাদীর ভাতিজা গুলিবিদ্ধ হয়। আহত বাদী ও তার ভাতিজা রাস্তায় পড়ে থাকলে ছাত্র- জনতা বাদীকে নারায়ণগঞ্জ দেওভোগ এলাকায় অবস্থিত কুমিল্লা হাড় ভাঙ্গা চিকিৎসালয়ে নিয়ে যায় এবং বাদীর ভাতিজাকে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়া যায়। পরবর্তীতে আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা প্রগ্রেসিভ লায়ন চক্ষু হাসপাতাল নিয়া যায়। কর্তব্যরত চিকিৎসক বাদীর ভাতিজার শরীর থেকে ৩৮টি গুলি বের করে। আসামীরা বাদী ও তার ভাতিজা সহ ছাত্র জনতাকে হত্যা করার উদ্দেশ্যে বেপরোয়া ভাবে বোমা বিস্ফোরন ও গুলি ছুঁড়ে।’ মামলায় আসামীরা হলেন, এ.কে.এম শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজাম, খালেদ হায়দার কাজল, মীর সোহেল আলী, ফরিদ আহমেদ লিটন, ইকবাল হোসেন, ইউসুফ আহম্মদ, শাহ আলম, শুভ, ইসহাক, মোঃ মাসুম, নজরুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, জিএম আমির হোসেন সাগর, মোঃ মিলন হাওলাদার, বিল্লাল হোসেন, মোস্তফা ভান্ডারী, ইসমাঈল, ফালান মুদি, ফয়সাল, কাসেম সম্রাট, ইব্রাহিম খান, রনি (নেট রনি), মোঃ সেলিম, মোঃ সুজন, ডালিম (২) ডিশ ডালিম, সজল, মোঃ আনোয়ার, মোঃ বাজিব, সাজু, সোহেল (মাদক ব্যবসায়ী), জয়নাল আবেদীন ফারুক, রাজু, ইমন, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ বাদশা মিয়া, মোঃ সজিব, মোঃ খবির উদ্দিন খোকন, মোঃ বাচ্চু, মোঃ শরিয়ত উল্লাহ বাবু, মোঃ জামাল, আক্তার হোসেন, শামসুজ্জামান, খালা ইরফান আলী, মোঃ ডালিম, আঃ মোতালিব, আঃ লতিফ, মোঃ আল আমিন বেপারী, সামেদ আলী, গনি, রাজিব, সজিব, হৃদয়, সাইদুল, আকরাম, মিলন, মহিউদ্দিন মেম্বার, আফজাল সহ অজ্ঞাত নামা ২০০/৩০০ জন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯