
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনকালে প্রকাশ্যে যেসব অস্ত্র সাধারণ মানুষ দেখেছে তার কোনটাই এখনো উদ্ধার হয়নি। এমনকি গত রবিবার প্রকাশ্য দিবালোকে নারায়ণগঞ্জ বাস টার্মিনালে অস্ত্র প্রদর্শন করতে দেখা গেছে। নারায়ণগঞ্জবাসী মনে করে এসব অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর সাড়াশি অভিযান দ্রুত শুরু করা উচিৎ। অবশ্য ‘২০০১ সালের আগে পুরো জেলা পুলিশের ফোর্সের কাছে যত অস্ত্র ছিল, আমার কাছে এর চেয়ে বেশি অস্ত্র ছিল। মিথ্যা কথা বলে লাভ নেই।’ ফতুল্লা-ষিদ্ধরগঞ্জ আসনের সাবেক এমপি শামীম ওসমানের এমন মন্তব্যে বেশ উত্তাপ ছড়িয়েছিল বছর চারেক আগে। তাও জেলা পুলিশ লাইন মাঠে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২০’ এর আলোচনা সভাতে ওই মন্তব্য করেন শামীম ওসমান। বিষয়টি তখন সর্বত্র তোলপাড় হয়। যদিও পরদিন শামীম ওসমান বক্তব্য থেকে সরে আসার চেষ্টা করেন। চার বছর পর সেই বক্তব্যের প্রতিফলন ফুটে উঠে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নারায়ণগঞ্জে প্রকাশ্য অস্ত্রের যে মহড়া দেখিয়েছিলেন তাতে করে শামীম ওসমানের সেই বক্তব্য যে অমূলক ছিল না সেটাও স্পষ্ট। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ‘১৯ জুলাই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চাষাঢ়া থেকে মন্ডলপাড়া পর্যন্ত মহড়া দেয় শামীম ওসমান ও তার বাহিনী। এদিন আন্দোলনকারীদের লক্ষ্য করে বৃষ্টির মত গুলিবর্ষণ করা হয়। সড়ক দখল নিয়ে মুখোমুখী অবস্থানে ছিলো আন্দোলনকারী ও শামীম ওসমানের অনুসারীরা।’ ভিডিওতে দেখা যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি ছুড়তে ছুড়তে এগোচ্ছেন শামীম ওসমান ও তার বাহিনী। প্রকাশিত ভিডিওতে শামীম ওসমানের সাথে অস্ত্রহাতে দেখা গেছে তার শ্যালক তানভীর আহমেদ টিটু, বেয়াই ফয়েজউদ্দিন লাভলু, বেয়াইর ছেলে ভিকি, এবং একজন নামধারী সাংবাদিক যার দুই হাতে দুটি অস্ত্র ছিলো। গুলিবিদ্ধের পর ২২ জুলাই মারা যায় রাসেল। একই ভাবে ২৪ জুলাই মৃত্যুবরণ করে রিয়া গোপ। দুই মৃত্যুর ঘটনায় শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনীকে দায়ী করে আসছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া একই দিনে জালকুড়িতেও প্রকাশ্য অস্ত্রের মহড়া ও গুলি ছুড়েন শামীম ওসমান ও তার লোকজন। গত শুক্রবার বিকেলে এনায়েত নগর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, এখানে একজন গডফাদার ছিলো। ৫ আগস্ট সেও পালিয়েছে। তিনি কিন্তু তার কোনো কর্মী সমর্থকদের সঙ্গে করে নেননি। এবার আপনারা ভেবে দেখুন আপনারা এতদিন কার সঙ্গে ছিলেন। আমরা কখনও দেশ ছেড়ে যাইনি। কখনও যাবো না। এখানে শামীম ওসমান রাজনীতি করেছেন, অনেকের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। আমি কারো হাতে একটি লাঠিও তুলে দিবো না। কোনো সন্ত্রাসীর ঠাঁই বিএনপিতে হবে না। তিনি আরও বলেন, প্রশাসন অস্ত্র খুঁজে পায় না। তাদের বলবো দৈনিক পত্রিকাগুলে দেখুন। সেখানে দেখেন কারা অস্ত্র ব্যবহার করেছিল। শান্তিপূর্ণ আন্দোলনে কারা গুলি করেছিলো। সেসব অস্ত্র উদ্ধার করুন। নয়তো মানুষের কাছে আপনাদের ইমেজ পুনরুদ্ধার হবে না। আবারও প্রশ্নবিদ্ধ হবেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯