
ডান্ডিবার্তা রিপোর্ট:
আসন্ন শারদীয় দূর্গাপূজা -২০২৪ পালন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার ৭৭ টি পূজা মন্ডপে মোট -৫১২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। রবিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলা কার্যালয়ের হলরুমে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তফা কামাল’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যদের দিকনির্দনা প্রদান করেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল এডজুটেন্ট মো. মিজানুর রহমান চৌধুরী । উক্ত সভায় প্রধান অতিথি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ জাহিদ হোসেন শারদীয় উৎসবে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্য বলেন, যে,আপনাদের উপর যে দায়িত্ব প্রদান করা হয়েছে তা যথাযথ ভাবে দায়িত্ব পালন করবেন।কোন অপ্রতিকর ঘটনা ঘটলে সাথে সাথে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে অবগত করতে বলেন এবং ৯৯৯ কল করে জানানোর পাশাপাশি স্থানীয় প্রশাসনকে অবগত করতে বলেন। সনাতন ধর্মাবলম্বীগন যাতে আনন্দচিত্তে ও নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারে সে বিষয়ে যার যার দায়িত্ব যেন সঠিক ভাবে পালন করে এ বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, খায়রুল আলম, ফাতেমা বেগমসহ সদর উপপজেলাধীন বিভিন্ন পর্যায়ের কমান্ডার,দলনেতা ও দলনেত্রীগণ। পূজামন্ডপ গুলোর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণসহ ৩৫ টি পূজামণ্ডপ অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সোমবার (৬ অক্টোবর) হতে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। ৬ অক্টোবর থেকে ৭ অক্টোবরন পর্যন্ত মোট জনবলে অর্ধেক জনবল দায়িত্ব পালন করবেন। আগামী ৮ অক্টোবর হতে সকল আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ পূজামণ্ডপ গুলোতে নিরাপত্তা নিশ্চিতে নিরলস ভাবে কাজ করে যাবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯