
ডান্ডিবার্তা রিপোর্ট:
আড়াইহাজার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক দুইটি পৃথক স্থানের স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর ও গোপালদী পৌরসভার কলাগাছিয়া এলাকা এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বড় বিনাইরচর এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর সমর্থিত পনির হোসেনের সাথে একই এলাকার বিএনপি নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সমর্থিত ইমন হোসেনের অনুসারীদের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছে। গত মঙ্গলবার সকালে বিরোধপুর্ণ জায়গা দখলকে কেন্দ্র করে ইমন ও পনির হোসেনের মধ্যে সাথে বাক বিতণ্ডা ঘটে। এনিয়ে পনির হোসেন ইমনের শ্বাশুরীকে লাঞ্চিত করে। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার সকাল ১১ টা ও দুপুর ২ টার দিকে উভয় পক্ষ দেশিয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে দু’দফা উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শেষে সংঘর্ষ ঘটে। এতে বিল্লাল হোসেন, পনির হোসেন, আশিকুর রহমান আশিকসহ অন্তত ৬ জন আহত হয়েছে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পর গত ৫ আগস্ট গোপালদী পৌর যুবলীগের অফিস ভাঙচুর লুটপাট করে স্থানীয় বিএনপি এর অংগসংগঠন নেতাকর্মীরা। দখলকৃত স্থানে আড়াইহাজার উপজেলা তরুণ দল ও ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুম দেওয়ান নিজস্ব অফিস বানানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ মধ্যে বিরোধ তৈরি হয়। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সেখানে তাদের দলীয় অফিস বানাবো প্রস্তাব দেয়। এতে মাসুম দেওয়ান রাজি না হওয়ায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে বাক বিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির এক পর্যায়ে সংর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হয়। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও এর আশপাশে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯