
ডান্ডিবার্তা রিপোর্ট:
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, জ্ঞান অর্জনের মাধ্যমে লক্ষ্য নির্ধারণ করতে হবে। যে শিক্ষা মানুষের নৈতিকতা ও মানবিক গুণাবলিকে উৎকর্ষ করে না, সে শিক্ষা মূল্যহীন। বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টায় হীরাঝিলস্থ গিয়াসউদ্দিন এডুকেশন কমপে¬ক্স সেন্টারে সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত সভাপতির বক্তব্য তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, আমাদের শিক্ষা যেন হয় নৈতিকতা ও মানবিক গুণাবলির উৎকর্ষ সাধণ করা। আমরা মন্দটা পরিহার করবো এবং ভালোটা গ্রহণ করবো। এই শিক্ষা অর্জনে আমাদের নিজেদের, অভিভাবকদের এবং শিক্ষকদের প্রচেষ্টা রয়েছে। এছাড়া আরেকটা শ্রেণীর মানুষের প্রচেষ্টা রয়েছে যা আমরা স্বীকার করি না। তারা হচ্ছে দেশের আপামর জনগণ। কারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন প্রদান করে সরকার। আর সরকার সেই বেতন সংগ্রহ করে জনগণের টেক্সের পয়সায়। সুতরাং শিক্ষা অর্জনের পর দেশের মানুষের কাছে আমরা ঋণী, এটা মনে রাখতে হবে। তাদের এই ঋণ শোধ করতে হলে শিক্ষা অর্জন করে পরিবার, সমাজ, রাষ্ট্র ও রাষ্ট্রের মানুষের জন্য ভালো কাজ করতে হবে। তাহলেই তাদের এই ঋণ পরিশোধ হবে।প্রধান অতিথির বক্তব্য নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিয়াস রোজারিও বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে পবিত্র স্থান। কারণ এখানে জ্ঞানের অনুশীলন করা হয়। আমরা জ্ঞানের পুজারী, আমরা জ্ঞানের অনুসন্ধান করি। কারণ আমরা সত্যকে জানতে চাই। আর সত্য জানাই আমাদের সকল শিক্ষার্থীর কাজ।এসময় তিনি আরো বলেন যখন আমরা সত্য জানি, তখন আমাদের জ্ঞান অর্জন হয়। কিন্তু যা জানি, তা যদি সত্য না হয়, তাহলে কিন্তু জ্ঞান অর্জন হয় না। আমরা জগৎ ও জীবনের সত্য জানতে চাই। আমরা যদি জগৎ ও জীবন সম্পর্কে সত্য জানতে চাই, তাহলে আমাদের পরিশ্রম করতে হবে। যারা সত্য জানতে অলস হবে, তারা কিন্তু জীবনে সাফল্য পাবে না। জীবনের স্বপ্নকে সে বাস্তবায়ন করতে পারবে না। অতএব আমাদেরকে জ্ঞান অর্জনে পরিশ্রমী হতে হবে।গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিয়াস রোজারিও (সিএসসি) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের ব্যারিষ্টার রাবেয়া ভূঁইয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন।আরো উপস্থিত ছিলেন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান, শিশির ঘোষ অমর, দৈনিক অগ্রবাণীর সম্পাদক হারুন অর রশিদ চৌধুরী স্বপন, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঈদুর রহমান, রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মহদয়, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু তাহের, আবু তালেব, রাজিব আহমেদ ও রিফাত হোসেন প্রমূখ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯